শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করেএই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ শহরের নিমতলা এলাকায় বিএনপির পার্টি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কালিগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু,...
ঝিনাইদহে মহান মে দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি

শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজ বৃহস্পতিবার (১লা মে) সকালে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মহান মে দিবসে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা পতনের আন্দোলন করতে গিয়ে নাটোরের তিন গার্মেন্টস শ্রমিক সোহেল, রমজান, হৃদয় ঢাকায় অংশগ্রহণ করেন। সেই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা তাদের হত্যা করে। আজ তাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। তাদের জীবনের বিনিময়ে আজ স্বাধীনতা, তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। বিএনপি নেতা দুলু...
আশুগঞ্জে ধানের মোকাম সচল হলেও সংকটে কৃষক ও মিল মালিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন বোরো ধান উঠতে শুরু করায় মেঘনা তীরের শত বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র ফের চাঙা হয়ে উঠেছে। প্রতিদিন এখানে কেনাবেচা হচ্ছে অন্তত এক লাখ মণ ধান। তবে ধানের দর কমে যাওয়ায় কৃষকরা হতাশ হওয়ার পাশাপাশি সরকারি মূল্য ব্যবস্থার কারণে চালকল মালিকরাও লোকসানের মুখে পড়েছেন। বৈশাখের শুরুতেই আশুগঞ্জ মোকামে কর্মচাঞ্চল্য বাড়ে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের হাওরাঞ্চলের কৃষক ও ধান ব্যাপারীরা ট্রলার ও বজরা নৌকায় করে ভেজা ধান নিয়ে আসেন এই মোকামে। এখানকার আধুনিক ড্রায়ার মিলে ধান শুকিয়ে তা চালে রূপান্তর করা হয়। আশুগঞ্জ মোকাম জেলার প্রায় ২৫০টি চালকলে ধানের জোগান দেয়। এখান থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার চাল সরবরাহ করা হয় ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত বছরের আমন মৌসুম শেষে...
ইলিশ ধরতে নেমেছেন হাজারো জেলেরা
অনলাইন ডেস্ক

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার (১ মে) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা শরু হয়েছে। এদিন হাজারো জেলে নদীতে ফিরেছেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা মৎস্য বিভাগ জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা (২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ) সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় পরিচালিত ১,০৬৪টি অভিযানে ১২৯ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড ও ১২৪ জনকে জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ হয়- কারেন্ট জাল ১২ লাখ ৭০৫ মিটার, বেহুন্দি জাল ১৩টি, অন্যান্য জাল ৩৩৪টি, জাটকা ৬ হাজার ৭৬৬ টন, অন্যান্য মাছ: ৩০৫২ টন। এছাড়া জব্দ করা সরঞ্জাম...