রাজবাড়ীর গোয়ালন্দে শত্রুতা করে মো. রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর বিভিন্ন প্রকারের অর্ধশত ফলের চারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. রফিকুল ইসলাম ওই এলাকার মৃত ফজলুল শেখের ছেলে।সে সিঙ্গাপুর প্রবাসী। শখের বসে জমি কিনে ফলের বাগান করেছিলেন। বাগানটির দেখভাল করতেন তার ছোটভাই আলামিন হোসেন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আম, জাম, লিচু, পেয়ারা, মাল্টা, কমলা, বাতাবি লেবু ও ছবেদাসহ বিভিন্ন জাতের প্রায় অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর বয়স ছিল দেড় থেকে দুই বছর। স্থানীয় শিমুল মোল্লা ও নয়ন শিকদার নামে দুই ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, প্রবাসী রফিকুল সুন্দর মনের মানুষ। শখের বসে একটি সুন্দর...
শত্রুতা!
মিঠুন গোস্বামী, রাজবাড়ী

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় আফসার করিম প্লাজার সামনে ওই মার্কের মালিক ব্যবসায়ী মো. নান্টু দুর্বৃত্তদের ছোড়া গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ব্যবসায়ী নান্টুকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এতে তার শরীরে ২টি গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। প্রত্যক্ষদর্শী পাগলা বাজার এলাকার ফল ব্যবসায়ী উত্তম জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসেছিলাম। এমন সময় দেখলাম পাগলা বাজার আফসার করিম প্লাজার মালিক নান্টু সাহেব ঘুরে ঘুরে ফল কিনছিলেন। ফল কেনা শেষে তিনি গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাতাড়ি গুলি চালায়। গুলির সময় নান্টু সাহেব তার ব্যবহৃত গাড়িতে উঠে...
রাজবাড়ীতে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় মনসুরা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে সদর উপজেলার পদ্মা নদীর ধুঞ্চী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হয়ে ছাগল আনতে যাচ্ছিলেন মনসুরা বেগম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাস্তি শিউলি জানান,আমার চাচি রাস্তা পার হচ্ছিলেন, তখন দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। মাথায় গুরুতর আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত...
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ফরিদ আলী মোল্লা (৪২) ও সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮)। বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর