রাব্বি; বয়স মাত্র দুই বছর ৯ মাস। ১৬ মাস বয়স থেকেই তার নানান শারীরিক সমস্যা দেখা দেয়। জ্বর, শ্বাসকষ্ট, বমিভাব, অতিরিক্ত ঘাম ও বুকে ব্যথাসহ সব উপসর্গ এখন তার নিত্যসঙ্গী। অসুস্থ সন্তানের চিন্তায় দিনরাত অস্থির স্বামী-পরিত্যক্তা মা নাসরিন। সন্তানের অসুখ জেনেই বাবা এখন আর খবর নেয় না। আর এই রাব্বির খোঁজ-খবর নিয়ে নান্দাইল বসুন্ধরা শুভসংঘের সদস্যরা প্রাথমিকভাবে কিছু অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেয় আজ শুক্রবার (২ মে) সকালে। রাব্বির মা জানান, প্রতিদিনই শিশু রাব্বিকে প্রয়োজনীয় ওষুধ খাওয়াতে হয়। এতে খরচ হয় দিনে ৩০০ টাকারও ওপরে। এই টাকায় কয়েকদিন আরও বেশি ওষুধ খাওয়ানো যাবে। তাছাড়া চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করালে মৃত্যু নিশ্চিত। এ অবস্থায় গাজীপুরের একটি পোশাক কারখানায় ঝাড়ুধারের কাজ করে দিনে কিছু পান। তা দিয়ে কোনো মতে রাব্বির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এ দিকে...
হার্টে ছিদ্র শিশু রাব্বির পাশে নান্দাইল বসুন্ধরা শুভসংঘ
ময়মনসিংহ প্রতিনিধি

শ্রমিকদের নিয়ে বসুন্ধরা শুভসংঘ রাজশাহীর আনন্দ ক্রীড়া আয়োজন
নিজস্ব প্রতিবেদক

মহান শ্রমিক দিবসে রাজশাহী সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা। আজ মঙ্গলবার (১ মে) বিকেলে সোনা দিঘীর মোড় এলাকায় ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার, সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের রাজশাহী জেলার উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. শরিফুল ইসলাম। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্রীড়া অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মী ও তাদের পরিবারের প্রায় ৩০০ সদস্য অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে ছেলেদের জন্য হাড়ি ভাঙ্গা,...
শ্রমিক দিবসে রিকশা চালকদের পাশে নারায়ণগঞ্জ 'বসুন্ধরা শুভসংঘ'
নারায়ণগঞ্জ প্রতিনিধি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে তীব্র তাপদাহ মোকাবেলায় নারায়ণগঞ্জ শহরের রিকশা চালকদের মাঝে গামছা এবং টুপি বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘর নারায়ণগঞ্জ জেলার সদস্যরা। বৃহস্পতিবার (১ মে) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় শতাধিক রিকশা চালকদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত রিকশা শ্রমিকেরা জানান, বসুন্ধরা গ্রুপের কারণে আরও অনেক মানুষের উপকার হয় সেজন্য তাদের জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি। তীব্র রোদের কারণে এতোদিন আমাদের রিকশা চালাতে অনেক কষ্ট হতো। এগুলো পাওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা মহাখুশি। বসুন্ধরা শুভসংঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, শ্রমিক দিবস উপলক্ষে আমরা রিকশা চালকদের মাঝে গামছা এবং ক্যাপ বিতরণ করে তাদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করেছি। আগামীতে আরও বড় পরিসরে এই...
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে ডে লং ট্যুর এবং নতুন কমিটির উন্মোচন
নিজস্ব প্রতিবেদক

পঞ্চাশোর্ধ স্বেচ্ছাসেবী নিয়ে সম্প্রতি বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা ডে লং ট্যুরের আয়োজন করেছে। ট্যুরের ভেন্যু নির্ধারিত ছিল গোল্ডেন স্টার পার্ক এবং আবেদ ভিলেজ। একঘেয়ে সময়কে ছুটি দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দের দাপাদাপিতে পূর্ণতা পেয়েছে দিনটি। পুরো দিন জুড়ে ছিল নানা আয়োজন: ফুটবল খেলা, হাড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান, সেরা স্বেচ্ছাসেবী অ্যাওয়ার্ড, বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড, কার্যকরী কমিটি (২৫-২৬) উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আবেদ টেক্সটাইলের ডিরেক্টর ও বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে আয়োজনটিকে পূর্ণতা দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, আইইউবিএটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসাইন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর