রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহ্ আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (০২ মে) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. নাঈম বলেন, নিহত বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কোন গাড়িতে ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গেছে সেটা বলতে পারছি না। আমরা আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান,...
রাজধানীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
অনলাইন ডেস্ক

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার (২ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১ মে) মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০) ও সানি (২৬)। মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চুরির মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য...
ছুটিতেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
অনলাইন ডেস্ক

টানা দুই দিন সরকারি ছুটিতে রাজধানী ঢাকার বাতাস এখনও অস্বাস্থ্যকর। পরিস্থিতির কোনো উন্নতি নেই। প্রতিদিনই অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে রাজধানী ঢাকাকে। আজ শুক্রবার (২ মে) সকাল ৮টা ৪৬ মিনিটে ১৬১ একিউআই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে শহরটি। বৃহস্পতিবার ছিল প্রথম। ইরাকের বাগদাদ, কুয়েতের কুয়েত শহর ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ২৯৭, ১৭২ ও ১৪৭ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান দখল করেছে। একিউআই অনুযায়ী যখন কণা দূষণের মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে মাঝারি বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে...
রাজধানীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক কয়েকজন
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে চালানো এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপ চলছে। এরপর রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান তারা। আরও পড়ুন গুলশানে মসজিদে বিয়ে, ছয়দিন আগে হবু বরকে ফেসবুকে ব্লক করেছিলেন! ০১ মে, ২০২৫ তিনি আরও বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত