যুক্তরাজ্যে অবস্থানকালে পূর্ণাঙ্গ রাজকীয় নিরাপত্তা পাওয়ার দাবিতে করা মামলায় হেরে গেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। আদালতের রায়ের ফলে হ্যারি ও তাঁর পরিবারের জন্য এখন থেকে তুলনামূলকভাবে সাশ্রয়ী নিরাপত্তা ব্যবস্থাই বজায় থাকবে। আদালতের রায়ের পর তিনি হতাশা প্রকাশ করেছেন। শুক্রবার (২ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করার পর থেকে হ্যারির নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। সেই থেকেই তিনি যুক্তরাজ্যে থাকাকালীন নিজে এবং পরিবারের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থাকে নিম্ন মানের এবং অসম আচরণ বলে দাবি করে আসছিলেন। তবে কোর্ট অব আপিলের তিন সিনিয়র বিচারক স্যার জিওফ্রে ভস, লর্ড জাস্টিস বিন এবং লর্ড জাস্টিস ইডিস একমত হয়ে বলেন, হ্যারির অভিযোগের মধ্যে কোনো আইনগত ভিত্তি...
নিরাপত্তা রক্ষার লড়াইয়ে হার, হতাশ প্রিন্স হ্যারি
অনলাইন ডেস্ক

ভারত হামলা চালালে ‘কঠোর জবাব’: পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক

ভারতের পেহেলগামে ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে এর নিশ্চিত ও কঠোর জবাব দেওয়া হবে। একইসঙ্গে জানানো হয়, পাকিস্তানের জনগণের আকাঙ্ক্ষা যেকোনো মূল্যে রক্ষা করা হবে। খবর জিও নিউজের রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কোর কমান্ডারস সম্মেলনে এই বার্তা দেওয়া হয়। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনায় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছায়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, কোনো প্রমাণ উপস্থাপন করেনি। বরং, ইসলামাবাদ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তে অংশ নেওয়ার...
পাকিস্তানিদের ফেরাতে ওয়াঘা সীমান্ত খোলা রাখার ঘোষণা
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের দেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান ঘোষণা দিয়েছে, ভারতের নাগরিকত্বে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফেরাতে ওয়াঘা সীমান্ত খোলা রাখা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন অনেক পাকিস্তানি নাগরিক ভারতের অটারি সীমান্তে আটকে পড়েছেন, যাদের ভিসা হঠাৎ করে বাতিল করে দিয়েছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক পাকিস্তানি রোগী চিকিৎসা শেষ না করেই দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এমনকি কিছু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিছু শিশু মা-বাবার একজনের সঙ্গে আলাদা হয়ে গেছে। বিবৃতিতে আরও বলা হয়, যদিও ভারত থেকে পাকিস্তানি নাগরিকদের ফেরার শেষ সময়সীমা ছিল ৩০ এপ্রিল, তবুও লাহোরের ওয়াঘা সীমান্ত খোলা থাকবে যদি ভারতীয়...
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা-চিলি উপকূল, সুনামির সতর্কতা
অনলাইন ডেস্ক

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা ও চিলি । আজ শুক্রবার (২ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে দেশ দুটির উপকূলীয় অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির সতর্কতা জারি করে। সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্কতা দিয়ে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সেবা অ্যান্ট্রার্টিক অঞ্চলের সৈকত এলাকা থেকে সব মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে আর্জেন্টিনার পক্ষ থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, অ্যান্টার্টিকা এবং ক্যাপ হর্নের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর