মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (৩ মে) বিবৃতির মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সরকারে রদবদল আনতে ব্যর্থতাসহ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে আহমেদ আওয়াদ বিন মোবারক ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি। দেশটির সরকারের ছয়টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ। এর আগে সরকারের মন্ত্রিসভার অন্তত ১২ জন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু...
পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

কাশ্মীর পরিস্থিতি, ট্রাম্পের হস্তক্ষেপ কামনা পাকিস্তানের
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায় এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পহেলগামে ২৬ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার জন্য কাশ্মীর সমস্যাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। রাষ্ট্রদূত বলেন, কাশ্মীরের এই সমস্যা স্থায়ীভাবে মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দুটি দেশকে একটি পারমাণবিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে, যা ভবিষ্যতে অত্যন্ত জনবহুল এই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। এদিকে, হামলার পর ভারতীয় প্রতিক্রিয়া সম্পর্কে রাষ্ট্রদূত শেখ বলেন, ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত...
বাঙ্কার সংস্কারে কাশ্মীরের মানুষ, থমথমে পরিস্থিতি
অনলাইন ডেস্ক

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুই পাশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দুই পাশেই মানুষ আতঙ্ক থেকে বাঙ্কার সংস্কার করছেন। পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও মনে করা হচ্ছিলো বোধহয় সরাসরি যুদ্ধের শঙ্কা কিছুটা ক্ষীণ হয়েছে। হয়তো তারা ভেবেছিলেন, পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না। যদিও গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের কারণে নিদ্রাহীন রাত কাটিয়েছেন এর কাছে বসবাসকারী মানুষ। খবর বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শাসিত কাশ্মীরের উরি সেক্টরের তুতমার গলি পোস্ট এবং পাকিস্তান শাসিত লিপা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গত সপ্তাহে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পাকিস্তান শাসিত লিপা উপত্যকার...
রাজপরিবারের সঙ্গে আবার মিলতে চাই—সাক্ষাৎকারে আবেগী প্রিন্স হ্যারি
অনলাইন ডেস্ক

রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছা প্রকাশ করেছেন প্রিন্স হ্যারি। ব্রিটেনে তার নিরাপত্তা সংক্রান্ত আইনি চ্যালেঞ্জে পরাজয়ের পর এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি জানান, তিনি ভীষণ হতাশ এবং এই পরিস্থিতি তাকে প্রতিদিনই প্রভাবিত করছে। প্রিন্স হ্যারি বলেন, আমি রাজপরিবারের সঙ্গে পুনর্মিলন চাই। ঝগড়া করে আর লাভ নেই, জীবনটা খুবই মূল্যবান। তিনি আরও বলেন, বাবা (রাজা চার্লস) আমার সঙ্গে কথা বলেন না নিরাপত্তা ইস্যুর কারণে। আমি আর লড়াই করতে চাই না, আর জানি না বাবা কতদিন বাঁচবেন। ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর ব্রিটেনে প্রিন্স হ্যারি ও তার পরিবারের নিরাপত্তা সুবিধা কমিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সম্প্রতি সেই মামলায় হেরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর