অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে লালমনিরহাটের কালীগঞ্জে সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২ মে) বিকালে উপজেলার মদনপুর বৈরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজমুন নাহার খন্দকার। বিশেষ অতিথি ছিলেন- কালের কণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, শিক্ষক আরিফা সুলতানা, প্রশিক্ষক সবিতা রায়, বসুন্ধরা শুভসংঘের রাকিব ইসলাম ও সুস্মিতা চক্রবর্তী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাজমুন নাহার খন্দকার বলেন, অসচ্ছল নারীদের সচ্ছল করার উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের একটি অন্যতম মহতী কাজ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা প্রশিক্ষণ শেষে নিজ পায়ে দাঁড়াতে পারবেন। প্রশিক্ষণার্থী সামিনা আক্তার বলেন, অনেক দিনের ইচ্ছা ছিল সেলাইয়ের কাজ শেখার। কিন্তু না ছিল ট্রেনিং নেওয়ার...
সেলাইয়ের প্রশিক্ষণ পেয়ে নতুন স্বপ্ন বুনছেন অসচ্ছল নারীরা
লালমনিরহাট প্রতিনিধি

সাইকেলিং ও হকিতে দেশসেরা বালিকারা পেল বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা
কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রিয়া খাতুন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে দেশসেরা হবার গৌরব অর্জন করেন তিনি। প্রিয়া খাতুনের পাশাপাশি একই বিদ্যালয়ের ছাত্রীরা ওই আসরে হকিতেও চ্যাম্পিয়ন হয়। কৃতি খেলোয়াড়দের আরও উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুরা তাদের পাশে এগিয়ে আসেন। প্রিয়াসহ হকি টিমের ১৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অজপাড়া গাঁয়ের স্কুলটির নাম গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যশোর জেলার কেশবপুর উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে গড়ভাংগা গ্রামে বিদ্যালয়টির অবস্থান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে এসেছে মেয়ে হকিতে দেশ সেরার অর্জন।...
বীরগঞ্জে কৃষি শ্রমিকদের নিয়ে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বজ্রপাত বাংলাদেশে প্রতি বছর প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে রূপ নিচ্ছে। এ সময় কৃষিকাজ, গবাদিপশু চরানো বা খোলা মাঠে অবস্থানের সময় অসচেতনতার কারণে বহু মানুষ হতাহত হন। সেই প্রেক্ষাপটে দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষ কৃষি শ্রমিকদের নিয়ে বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা। শনিবার (৩ মে) সকাল ১০টায় বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কৃষি মাঠের পাশে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোহেল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক স্বজন রায়, স্থানীয় তরুণ সমাজকর্মী মো. রনি ইসলামসহ অন্যান্য শুভসংঘ বন্ধুরা। বক্তারা বলেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয়,...
হার্টে ছিদ্র শিশু রাব্বির পাশে নান্দাইল বসুন্ধরা শুভসংঘ
ময়মনসিংহ প্রতিনিধি

রাব্বি; বয়স মাত্র দুই বছর ৯ মাস। ১৬ মাস বয়স থেকেই তার নানান শারীরিক সমস্যা দেখা দেয়। জ্বর, শ্বাসকষ্ট, বমিভাব, অতিরিক্ত ঘাম ও বুকে ব্যথাসহ সব উপসর্গ এখন তার নিত্যসঙ্গী। অসুস্থ সন্তানের চিন্তায় দিনরাত অস্থির স্বামী-পরিত্যক্তা মা নাসরিন। সন্তানের অসুখ জেনেই বাবা এখন আর খবর নেয় না। আর এই রাব্বির খোঁজ-খবর নিয়ে নান্দাইল বসুন্ধরা শুভসংঘের সদস্যরা প্রাথমিকভাবে কিছু অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেয় আজ শুক্রবার (২ মে) সকালে। রাব্বির মা জানান, প্রতিদিনই শিশু রাব্বিকে প্রয়োজনীয় ওষুধ খাওয়াতে হয়। এতে খরচ হয় দিনে ৩০০ টাকারও ওপরে। এই টাকায় কয়েকদিন আরও বেশি ওষুধ খাওয়ানো যাবে। তাছাড়া চিকিৎসক বলেছেন দ্রুত অপারেশন না করালে মৃত্যু নিশ্চিত। এ অবস্থায় গাজীপুরের একটি পোশাক কারখানায় ঝাড়ুধারের কাজ করে দিনে কিছু পান। তা দিয়ে কোনো মতে রাব্বির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এ দিকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর