বাংলাদেশ থেকে ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৫৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৩৯ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৮০টি ভিসা ইস্যু করা হয়েছে। শনিবার (৩ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হিসাবে এ তথ্য দেওয়া হয়েছে। আজ রোববার (৪ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, সৌদি এয়ারলাইন্সের ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের...
সৌদিতে পৌঁছেছেন ২২ হাজার ২০৩ হজযাত্রী, আরও এক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দুপুরের মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৪ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে- নির্ধারিত এই সময়ের মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আরও পড়ুন স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর, ভরিতে কত? ০৪ মে, ২০২৫ এ দিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। news24bd.tv/কেএইচআর...
যেভাবে বজ্রপাতে ভয়ঙ্কর হতে পারে ছাতা ও রাবারের জুতা
অনলাইন ডেস্ক

সারা দেশে সাম্প্রতিক বজ্রপাতে দৈনিক গড়ে ১৫-১৬ জন মারা গেছেন। প্রাকৃতিক এই দুর্যোগে এত মানুষের মৃত্যু ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। আবহাওয়াবিদরা বলছেন, সচেতনতা ও সাবধানতাই বজ্রপাতে মৃত্যু কমানোর অন্যতম পন্থা। মে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি বজ্রপ্রবণ মাস। এই সময়ে গড়ে ১৩ দিন বজ্র ঝড় হয়। আরও থাকে দমকা বাতাস ও শিলাবৃষ্টি। এ সময়ে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। বজ্রপাতের বিষয়ে কিছু ভুল ধারণারও পরিবর্তন দরকার। বজ্রপাতের সময় ছাতা ব্যবহার বা রাবারের জুতা পরলে রক্ষা পাওয়া সম্ভব-এমন ধারণা সঠিক নয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বজ্রপাতের সময় ছাতাও নিরাপদ নয়, রাবারের জুতাও নয়। বজ্রপাতে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় বলে এইসব নিরোধক কোনো কাজেই আসবে না। জনসচেতনতা এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বজ ধ্বনি শুরু...
ভারত গেলেন সন্তু লারমা
নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিগত সফরে ভারতের ত্রিপুরায় গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শনিবার (৩ মে) দুপুর দেড়টায় দুজন সফর সঙ্গী নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যান। এ বিষয়ে সন্তু লারমা গণমাধ্যমকে জানান, প্রথমবারের মতো এই পথে তিনি ভারত যাচ্ছেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও মাতৃ-পিতৃ তর্পণ ও ধর্মীয় আচারাদি পালন করবেন। এদিকে এ বিষয়ে তার এক সফরসঙ্গী জানান, ভারতের সঙ্গে সন্তু লারমার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি বহুদিন ধরে ভারতে যাওয়া-আসা করে থাকেন এবং এটি নতুন কিছু নয়। এবারও তিনি চিকিৎসা ও ধর্মীয় কাজে ভারতে যাচ্ছেন। সন্তু লারমা রাঙামাটি সরকারি বাসভবন থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছান। এ সময় আখাউড়া স্থলবন্দরে সীমান্তের শূন্য রেখায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর