বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রোববার (৪ মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী ইসরাত জাহান জানিয়েছেন, সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে কিন্তু নারীর বিষয়ে বলা হয়নি। দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক থাকার পর কোনো নারী যদি বলে যে পুরুষটি প্রতিশ্রুতি রাখেনি এবং মামলা করে তবে সেটা এই আইনে শাস্তির আওতায় পড়বে। এমনকি বিবাহিত বা অবিবাহিত নারী-পুরুষ কিনা, আইনে তাও উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একজনকে দায়ী করে আইন করা...
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন, জানতে চেয়ে রুল
নিজস্ব প্রতিবেদক

আফতাবনগরে বসছে না পশুর হাট: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। ফলে চলতি বছরও সেখানে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী। আজ রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আরও পড়ুন হ্যাকড হওয়া ফেসবুক পেজ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ০৪ মে, ২০২৫ আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, গত ২১ এপ্রিলের ঢাকা...
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু এ সপ্তাহে
অনলাইন ডেস্ক

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি এ সপ্তাহে পুনরায় শুরু হবে। আগামী মঙ্গলবার অথবা বুধবার জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। আজ রোববার (৪ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ তথ্য জানায়। আদালতে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানির জন্য উপস্থাপন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তখন আদালত বলেন, কার্যতালিকায় পর্যবেক্ষণে রাখুন। আগামী মঙ্গলবার বা বুধবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। এ সময় আইনজীবী শিশির মনির সঙ্গে ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এর আগে, গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া...
চিন্ময়ের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের বিষয়ে আজ রোববার (৪ মে) শুনানি হওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত বুধবার (৩০ এপ্রিল) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এমন তথ্য জানান। ওইদিন দুপুরে চিন্ময় দাসের জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি নিয়ে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর