মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (৪ মে) এক সেমিনারে অংশ নিয়ে তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেয়া যাবে, এটাই একমাত্র সমাধান। সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, মানবিক করিডর নিয়ে চুক্তি হয়নি, এটি মানবিক চ্যানেল। মিয়ানমারের আমেরিকার হয়ে বাংলাদেশের সঙ্গে প্রক্সি যুদ্ধের বিষয়টা একেবারেই অপতথ্য ও গুজব। news24bd.tv/FA
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য সুযোগ: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
তিতাস থেকে তারাপুর—প্রযুক্তি, বিনিয়োগ ও রাজনৈতিক সদিচ্ছায় খুলতে পারে নতুন অর্থনৈতিক দ্বার

বাংলাদেশের জ্বালানি-নির্ভর অর্থনীতির কাঠামোয় এখনো ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস-সম্পদ প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অথচ এই জেলার তিতাস, সালদা, তারাপুর ও কাশিরামপুর গ্যাসক্ষেত্র বহন করে অসাধারণ ভূতাত্ত্বিক সম্ভাবনা। আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী বিনিয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়ে এই সম্পদ জাতীয় জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে। তিতাস গ্যাসক্ষেত্র: বাংলাদেশের গ্যাস ইতিহাসের মুকুটমণি ১৯৬২ সালে আবিষ্কৃত ও ১৯৬৮ সালে উৎপাদন শুরু করা তিতাস গ্যাসক্ষেত্র এখনো দেশের সর্ববৃহৎ উৎপাদন ক্ষেত্র। ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশপাশের এলাকায় অবস্থিত এই ক্ষেত্র থেকে বর্তমানে দৈনিক প্রায় ৩৯৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। মূল চ্যালেঞ্জ কূপগুলোর চাপ ক্রমশ হ্রাস পাচ্ছে। বিগত এক দশকে রিজার্ভ মডেল হালনাগাদ হয়নি।...
মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি: খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। তিনি বলেন, প্রতিবেশী যেই হোক, তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। রোববার রাজধানীতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এসময় খলিলুর রহমান আরও জানান, রাখাইনে একটি মানবিক করিডোর চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সরবরাহ হবেকোনোভাবেই অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি...
ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোয় একমত হতে এবং সনদ তৈরিতে সবাইকে ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকে এসব তিনি কথা বলেন। এসময় তিনি বলেন, আগামী ১৫মের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে। আলী রীয়াজ আরও বলেন, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন। এছাড়াও রাজনৈতিক দলগুলোকে অন্যান্য দলের সাথে আলোচনার আহ্বান জানান আলী রীয়াজ। এদিকে বিকেল ৩টায় একই স্থানে সমাজতান্ত্রিক দলের আম্বিয়ার সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর