রাজধানীর হাতিরঝিল থানার পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাবিনা আক্তার নেত্রকোণা জেলা বারহাট্টা থানার আন্দারদিয়া জয়নাল উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি হাতিরঝিল এলাকায় থাকতেন। নিহতের মামাতো বোন মজিদা বেগম জানান, থানা থেকে আমাদের খবর দিলে ছবি দেখে আমার বোনকে শনাক্ত করি। আমার বোন বাসায় থাকত না বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াত। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) ফুয়াদ আহমেদ রিয়াল জানান, আমরা খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় অচেতন অবস্থায়...
হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

অটোরিকশার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম
অনলাইন ডেস্ক

ব্যাটারিচালিত অটোরিকশা অপসারণের দাবিতে আগামী সাত দিনের মধ্যে যন্ত্রাংশ আমদানি বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। এই দাবি না মানলে সাত দিন পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। আজ রোববার (৪ মে) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া সড়ক-মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা এবং অটোরিকশা চালকদের বাস ও হিউম্যান হলারের চালক হিসেবে পুনর্বাসনের দাবি জানানো হয়। নিসআর সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান। অতিদ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব উল্লেখ করে বক্তারা আরও বলেন,...
‘ভাইয়াকে চিৎকার করে বলেছিলাম ট্রেন চলে এসেছে, কিন্তু শুনতে পাননি’
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনের পাশে কৃষ্ণচূড়া ফুলের ছবি তুলতে গিয়ে মর্মান্তিকভাবে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসতিয়াক আহমেদ রাফিদ (২২) নামের এক তরুণ ফটোগ্রাফার। শুক্রবার (২ মে) বিকেলে ছবির ফ্রেমে প্রকৃতির রঙ বন্দি করতে গিয়ে জীবনের সকল রঙ ফেলে চলে যান তিনি। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ইসতিয়াকের খালাতো ভাই মুস্তাফিজুর রহমান। তিনি জানান, ভাইয়ের নির্দেশে তিনি আশপাশ দেখছিলেন ও ভিডিও করছিলেন। ট্রেন আসতে দেখে তিনি ইসতিয়াককে সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু ছবি তোলায় মনোযোগী ইসতিয়াক তা শুনতে পাননি। মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। ইসতিয়াকের মৃত্যুর পরপরই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে মর্মাহত হন অসংখ্য ফটোগ্রাফিপ্রেমী। অনেকেই তাকে অসাধারণ প্রতিভাধর ফটোগ্রাফার হিসেবে স্মরণ...
ফটোগ্রাফারের মৃত্যু, ভাইরাল হওয়া ছবি থেকে যা জানা গেল
অনলাইন ডেস্ক

রাজধানীর কুড়িল এলাকায় রেললাইনে দাঁড়িয়ে কৃষ্ণচূড়া ফুলের ছবি তোলার সময় ইসতিয়াক আহমেদরাফিদ নামে এক ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ মে) বিকেলে এ ঘটনা ঘটে। ছবি তোলার সময় দ্রুতগতির একটি ট্রেন হঠাৎ চলে আসায় ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান তিনি। অনেকেই বলছেন ট্রেন আসার ভিডিও করতে গিয়েই মৃত্যু হয়েছে ইসতিয়াকের। কিন্তু তার দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকায় ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি ইসতিয়াক। সে সময় ট্রেনের গতি ঠাওর করতে না পারায় দ্রুতগতির ট্রেনটি চাপা দেয় তাকে। আর ঘটনাস্থলেই মারা যান তিনি। আরও পড়ুন ভাইয়াকে চিৎকার করে বলেছিলাম ট্রেন চলে এসেছে, কিন্তু শুনতে পাননি ০৪ মে, ২০২৫ এদিকে ভিডিওর পাশাপাশি কিছু স্টিল ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর