গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (০৪ মে) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা হাসনাত ভাই আমার ভাই, আহত কেন, ইন্টারিম জবাব দে, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ব্যান আওয়ামী লীগ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহ অনেক জাতীয় নেতাদের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে কঠোর অবস্থান ধরে রেখেছেন। এসময় তারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে...
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য পাঠানোর সময় বাড়লো
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের তথ্য অনলাইনে দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে ১৫ মে পর্যন্ত এন্ট্রি ও পাঠানো যাবে। পূর্বে এই সময়সীমা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ৩০ এপ্রিল এবং উপজেলা পর্যায়ে ৭ মে পর্যন্ত নির্ধারিত ছিল। রোববার (৪ মে) ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং উপজেলায় পাঠানোর শেষ তারিখ আগামী ১৫ মে পর্যন্ত...
রেজিস্ট্রারকে অবসরে পাঠিয়ে নিজেই অতিরিক্ত দায়িত্বে উপাচার্য
অনলাইন ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন নিজেই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। শনিবার (৩ মে) ঢাকায় বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৮তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলার বিষয়ে যারা মুচলেকা দিয়েছেন, তাদের মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে। ভবিষ্যতে কেউ মুচলেকা দিলে, তাদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জেবুন্নেসা হক জিমির আর্থিক...
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে
অনলাইন ডেস্ক

প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে এবং বৃত্তিও চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (৩ মে) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যৌক্তিক দাবিকে আমরা স্বীকৃতি দেই, মন্ত্রণালয় কার্যকর করার চেষ্টা করে। শূন্যপদ পূরণে চেষ্টা করছি। অবকাঠামো নির্মাণের বিষয়ে তিনি বলেন, পরিকল্পনায় কিছু সমস্যা রয়েছে, তবে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। চোখে পড়ার মতো। তিনি আরও বলেন, মৌলিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর