আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি শত অন্যায়, অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তার রাসুলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। রোববার (৪ মে) বিকেলে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে জামায়াত আমির আরও বলেন, আমাদের সামনে উদাহরণ হলো রাসুল (সা.)-এর জীবন ও কর্ম। আমাদের আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ইমান ও তাকওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন,...
‘আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি’
নিজস্ব প্রতিবেদক

শুরু হোক স্থানীয় নির্বাচন দিয়ে পরে জাতীয় নির্বাচন
অনলাইন ডেস্ক

বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ধারার বলিষ্ঠ কণ্ঠস্বর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীর হিসেবে পরিচিত এই আলেম একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ফিকহ ও হাদিসে উচ্চতর ডিগ্রি রয়েছে তার। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত রেজাউল করীম দেশের রাজনৈতিক সংস্কার, নির্বাচন ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। প্রশ্ন: সামনের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কতটা প্রস্তুত? উত্তর: ২০১৮ সালের মতো এবারও ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। তবে আমরা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করে একটি ইসলামিক ভোটব্যাংক গঠনের চেষ্টা করছি। জোট হলে আলোচনার ভিত্তিতে আসন ভাগ হবে। প্রশ্ন: আপনি আগেই বলেছিলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দরকার। বাস্তব পরিস্থিতিতে সেটা কতটা সম্ভব? উত্তর: কিছু রাজনৈতিক দল দ্রুত...
হেফাজতের ৮৪ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে মামলা
অনলাইন ডেস্ক

শাপলা চত্বর ট্র্যাজেডির সেই ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনে জখম ও খুনের শিকার হন নিরস্ত্র হেফাজত নেতাকর্মীরা। অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তখন উলটো হেফাজতের ৩ হাজার ৪১৬ জনের নামসহ ৮৪ হাজার ৯৭৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে সারা দেশে কমপক্ষে ৮৩টি মামলা দায়ের করে। সেই মামলায় বছরের পর বছর ধরে নিরীহ হেফাজতকর্মী ও আলেমদের জেলজুলুমের শিকার হতে হয়। এসব মামলার বেশির ভাগই এখনো ঝুলে আছে। সূত্র বলছে, ৮৩ মামলার মধ্যে ঢাকার ৪ থানায় দায়ের করা হয় ৪৮ মামলা। এসব মামলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয় তার বেশির ভাগেরই সত্যতা মেলেনি। তদন্তকারী সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মোট ২৫টি মামলায় অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, হেফাজতের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৮ মামলার মধ্যে সবচেয়ে...
হেফাজতের ওপর নৃশংসতার এক যুগ
অনলাইন ডেস্ক

* ২৭০ মামলা এখনো অনিষ্পন্ন* * ২২০টি প্রত্যাহারের আবেদন* এক যুগ আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই দিন রাজধানীজুড়ে ব্যাপক সহিংসতা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলায় হেফাজতের কর্মীদের সঙ্গে সহিংসতা ঘটে। ওই সময় সরকারি হিসাব অনুযায়ী পুলিশের সাথে সংঘর্ষে মোট ১৯ জন নিহত হন। যদিও মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্ট অনুযায়ী শাপলা চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় হেফাজত ইসলামের ৬১ জন নিহত হন। ওই সময় অধিকার এই রিপোর্ট প্রকাশ করায় আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, ২০০৬ (সংশোধিত ২০০৯) এর ৫৭ ধারায় মামলা করে। শাপলা চত্বরের ওই ঘটনার পর তৎকালীন আওয়ামী লীগ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর