জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভারতে পালিয়ে যান। শুরুতে তিনি আশা করেছিলেন, দুই-এক মাসের মধ্যেই দেশে ফিরতে পারবেন। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে ক্ষমতায় বসার পর তার সেই আশা ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি। দেশের একটি গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি এবং দেশ থেকে পাচার করা অর্থে গড়ছেন সম্পদ। বিনিয়োগ করে চলেছেন নতুন নতুন ব্যবসায়। স্থানীয় সূত্রগুলো প্রতিবেদন তৈরির প্রতিবেদককে জানিয়েছে, কলকাতার তপসিয়া সায়েন্স সিটি বাইপাসের পাশে সানফ্লাওয়ার গার্ডেন আবাসন প্রকল্পে একটি দৃষ্টিনন্দন ফ্ল্যাট কিনেছেন নাছিম। ফ্ল্যাটটির অবস্থান ১৮ সি ব্লকে এবং এর মূল্য প্রায় ১ কোটি...
ফ্ল্যাট কিনেছেন নাছিম, ঘুরে বেড়ান টয়োটাতে
অনলাইন ডেস্ক

‘আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি’
নিজস্ব প্রতিবেদক

আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি শত অন্যায়, অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তার রাসুলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। রোববার (৪ মে) বিকেলে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে জামায়াত আমির আরও বলেন, আমাদের সামনে উদাহরণ হলো রাসুল (সা.)-এর জীবন ও কর্ম। আমাদের আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ইমান ও তাকওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন,...
শুরু হোক স্থানীয় নির্বাচন দিয়ে পরে জাতীয় নির্বাচন
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ধারার বলিষ্ঠ কণ্ঠস্বর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীর হিসেবে পরিচিত এই আলেম একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ফিকহ ও হাদিসে উচ্চতর ডিগ্রি রয়েছে তার। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত রেজাউল করীম দেশের রাজনৈতিক সংস্কার, নির্বাচন ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। প্রশ্ন: সামনের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কতটা প্রস্তুত? উত্তর: ২০১৮ সালের মতো এবারও ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। তবে আমরা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করে একটি ইসলামিক ভোটব্যাংক গঠনের চেষ্টা করছি। জোট হলে আলোচনার ভিত্তিতে আসন ভাগ হবে। প্রশ্ন: আপনি আগেই বলেছিলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার দরকার। বাস্তব পরিস্থিতিতে সেটা কতটা সম্ভব? উত্তর: কিছু রাজনৈতিক দল দ্রুত...
হেফাজতের ৮৪ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে মামলা
অনলাইন ডেস্ক

শাপলা চত্বর ট্র্যাজেডির সেই ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনে জখম ও খুনের শিকার হন নিরস্ত্র হেফাজত নেতাকর্মীরা। অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তখন উলটো হেফাজতের ৩ হাজার ৪১৬ জনের নামসহ ৮৪ হাজার ৯৭৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে সারা দেশে কমপক্ষে ৮৩টি মামলা দায়ের করে। সেই মামলায় বছরের পর বছর ধরে নিরীহ হেফাজতকর্মী ও আলেমদের জেলজুলুমের শিকার হতে হয়। এসব মামলার বেশির ভাগই এখনো ঝুলে আছে। সূত্র বলছে, ৮৩ মামলার মধ্যে ঢাকার ৪ থানায় দায়ের করা হয় ৪৮ মামলা। এসব মামলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয় তার বেশির ভাগেরই সত্যতা মেলেনি। তদন্তকারী সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মোট ২৫টি মামলায় অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, হেফাজতের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৮ মামলার মধ্যে সবচেয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর