ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে তাকে শহরের লাভ মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। news24bd.tv/আইএএম
আওয়ামী লীগ নেতা সাজু গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের জামতলী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন ৬ জন। সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর থেকে রংপুর গামী নুরানী ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ৭জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় বাসের যাত্রী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।...
মুক্তাগাছায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, গ্রেপ্তার ৪
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় থেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করায় মাহিন হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মনির হোসেন (৩২) ও মুন্সিগঞ্জ জেলার মনির হোসেন (৩২) নামের আরও তিন সহযোগিকে। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, নগদ ৩ হাজার ৯০০ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সোমবার ভোরে মুক্তাগাছা থেকে তাদের গ্রেপ্তার করা হলেও এদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪র সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (মেজর) শিশির মাহমুদ তালুকদার। তিনি জানান, মাহিন হোসেন মুক্তাগাছা উপজেলার এক তরুণীর সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয়ে ফেইসবুকে সম্পর্ক গড়ে তুলেন। পরে গোপনে তারা বিয়ে করেন। তারপর বিষয়টি জানাজানি হলে বাবা তার মেয়েকে জামাই নিয়ে বাসায় আসতে বলেন।...
রাজবাড়ীতে সাবেক কৃষক লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় মো. আবুল হোসেন (৬২) নামে এক উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। গ্রেপ্তার আবুল হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন নবুওছিমুদ্দিন পাড়ার মৃত ইমান আলী প্রামাণিকের ছেলে।সে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এতে ৫৯...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর