রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। মঙ্গলবার (০৬ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ। গত সপ্তাহের বুধবার চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন প্রথমে স্থগিত করেন চেম্বার আদালত। পরে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য নতুন দিন ঠিক করা হয়। সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছিলেন, চেম্বার বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসামির আইনজীবীর বক্তব্য শুনবেন। তারপর আদেশ...
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেম্বারে স্থগিত
নিজস্ব প্রতিবেদক

তড়িঘড়ি করে কার্যকর করা হয় কাদের মোল্লার ফাঁসি: শিশির মনির
নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আপিল শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, কাদের মোল্লার রিভিউ আবেদন কী কারণে খারিজ হয়েছিল, তা আজও জানা যায়নি। অথচ সেই সংক্ষিপ্ত আদেশেই তড়িঘড়ি করে ফাঁসি কার্যকর করা হয়েছিল। মঙ্গলবার (৬ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এই শুনানিতে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির বলেন, আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন ২০১৩ সালের ১২ ডিসেম্বর খারিজ করা হয় এবং রাতেই তার ফাঁসি কার্যকর করা হয়। অথচ আজও আমরা জানি না সেই রিভিউ কেন খারিজ হলো। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের আগে সরকারের উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তেই এই ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, সাধারণত মুক্তির আদেশে সংক্ষিপ্ত রায় অনুসরণ করা হয়। কিন্তু ফাঁসির ক্ষেত্রে এমন সিদ্ধান্ত...
সাংবাদিক শ্যামল দত্তকে জামিন দিতে রুল জারি
নিজস্ব প্রতিবেদক

ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৬ মে) বিচারপতি বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্টে বেঞ্চ এ রুল দেন। শ্যামল দত্ত বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেকের একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ। পরে আইনজীবী নাজমুস সাকিব গণমাধ্যমে জানান, আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছেন। আগস্টে হত্যার ঘটনায় গত ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করে মামলাটি করা হয়। এ মামলায় ২৮ নম্বর এজাহারনামীয় আসামি শ্যামল দত্ত। মামলার...
এবার আরও চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামে পুলিশের কাজে বাধা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। তবে শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে সোমবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাতেও শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন একই আদালত। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় দাসকে পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরকদ্রব্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর