দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা। প্রতীকী

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ ও ফুলবাড়ি উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মারুফ (১৭) ও রানা (১৭) নামের দুইজন মোটরসাইকের আরোহী নিহত হয়। আজ সাড়ে ১১টায় বীরগঞ্জ-পাকেরহাট সড়কের বেলতলী বাজার নামক স্থানে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

এময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা তাদের মৃত ঘোষণা করেন। নিহত মারুফ বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং রানা একই উপজেলার পাল্টাপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

অপরদিকে ফুলাবাড়ী উপজেলায় পিকআপের ধাক্কায় কামরুজ্জামান (১৬) নামের এক বাইসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটে।

আজ দুপুর একটার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পিকআপের ধাক্কায় বাইসাকেল আরোহী এক শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এসময় বিক্ষিপ্ত জনতা গতিরোধোকের দাবিতে ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত কামরুজ্জামান পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)

সম্পর্কিত খবর