জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাবে সীমান্তপারের জঙ্গি ঘাঁটিতে নির্বাচিত প্রত্যাঘাত চালানো হয়েছে, তবে পরিস্থিতি আরও জটিল করে তোলার কোনো আগ্রহ ভারতের নেইএমন বার্তা দিয়েছে দিল্লি। সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে এই বার্তা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বুধবার ভারতে আসা আব্বাস আরাগচি ২০তম ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠকে অংশ নিচ্ছেন। যা বৃহস্পতিবার (৮মে) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের উদ্বোধনী ভাষণে জয়শঙ্কর বলেন, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে একটি ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটে। এর জবাবে আমাদের সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে হয়েছে। আমরা অত্যন্ত হিসাব করে, বেছে বেছে লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। তিনি আরও বলেন, ভারত চায় না পরিস্থিতি আরও জটিল হোক। তবে আমাদের ওপর হামলা হলে আমরা তা দৃঢ়ভাবে প্রতিহত করব। আত্মরক্ষার স্বার্থে যা করা...
‘পরিস্থিতি জটিল করতে নয়, আত্মরক্ষায় বাধ্য হয়েছি’—ইরানকে ভারতের বার্তা
অনলাইন ডেস্ক

যুদ্ধ ইস্যুতে যেসব ‘গুরুত্বপূর্ণ’ প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
অনলাইন ডেস্ক

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৮ মে) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এই প্রেস ব্রিফিং। যেখানে অপারেশন সিঁদুর ও ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র সচিব। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। সাংবাদিকরা প্রশ্ন করলেও কৌশলে উত্তর দিয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এড়িয়ে যাওয় বিষয়গুলো হলো- এড়িয়ে যাওয়া বিষয়গুলো সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, পাকিস্তানি বাহিনীর আক্রমণে ভারতের ৫০ জন সেনা নিহত হয়েছে। প্রতিদ্বন্দ্বী দেশের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন দাবি সংবাদ সম্মেলনে খণ্ডন করেননি ভারতের পররাষ্ট্র সচিব। যদিও উপস্থিত সাংবাদিকরাও তাকে এ প্রসঙ্গে...
পাকিস্তানের জিন্নাহ বিমানবন্দরে মধ্যরাত থেকে বিমান চলাচল শুরু
অনলাইন ডেস্ক

করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিএএ। বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে সকাল ১১টা থেকে বিমান চলাচন বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং এখন আরও ছয় ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্ধিত বন্ধ নিশ্চিত করে একটি নতুন নোটাম (বিমানকর্মীদের জন্য নোটিশ) জারি করা হয়েছে। যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ আপডেটের জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থার সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। এই সমস্যায় ইতিমধ্যেই কয়েক ডজন ফ্লাইট বন্ধ রয়েছে। কমপক্ষে ৪৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও ৬৫টি অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। কাতার এয়ারওয়েজ, জাজিরা এয়ার, এয়ার এরাবিয়া এবং ফ্লাই দুবাই সহ বেশ কয়েকটি বিমান সংস্থা ১০ ঘণ্টারও বেশি সময় ধরে...
ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির
অনলাইন ডেস্ক

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। দুই সপ্তাহ ধরে চলা শঙ্কার মধ্যেই পাকিস্তানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে এবার ভারতের ১৫ শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ মে) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দিল্লি সরকারের বরাত দিয়ে এতে বলা হয়, ভারতের অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়, নাল ফালোদি, উত্তরলাই ও ভুজে বুধবার রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি তারা এসব হামলা প্রতিহত করেছে। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের আক্রমণের সাক্ষ্য হিসাবে নষ্ট হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রর ধ্বংসস্তূপ উদ্ধার করা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর