দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রনি নামের এক প্রবাসি বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে। সোমবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের ভাইয়ের জামাই তানভীর হোসেন আদনান তার পরিবারকে জানিয়েছেন, তিনি ও তার চাচা শ্বশুর রবিউল ইসলাম রনি ঘটনার সময় ব্যক্তিগত গাড়িযোগে একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে পালানোর সময় এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। সেসময় ডাকাতদের এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে ড্রাইভিং সিটেই রনি মারা যান। নিহতের পারিবারিক সূত্র আরো জানিয়েছে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য রয়েছে।...
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহ প্রতিনিধি

মালয়েশিয়া প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে এনসিসির ১০ প্রস্তাব
অনলাইন ডেস্ক

প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে দশটি প্রস্তাব তুলে ধরেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিসি) মালয়েশিয়া চ্যাপ্টার। বুধবার (৭ মে) সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যার সরাসরি পর্যবেক্ষণ ও সহায়তার চেষ্টা করে যাচ্ছে এনসিসি। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, অথচ তাদের অধিকাংশই অপ্রতুল সরকারি সহায়তা ও নানাবিধ সমস্যার মধ্যে দিন পার করছেন। তারই আলোকে প্রবাসীদের প্রতি নিজের দায়বদ্ধতা আরও সুসংহত করতে মালয়েশিয়ায় কর্মরত রেমিট্যান্সযোদ্ধাদের কল্যাণে কয়েকটি বাস্তব সম্মত প্রস্তাবনাও উপস্থাপন করেছে সংগঠনটি। প্রস্তাবনার মধ্যে রয়েছে, ১. রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুর পর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব রাষ্ট্র নেবে: প্রবাসে অবস্থানরত কোনো বাংলাদেশি শ্রমিক মৃত্যুবরণ করলে বাংলাদেশ...
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি
অনলাইন ডেস্ক

জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়ার জহুর বারু শাখার ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে মো. জালাল উদ্দীন হাছান শাহীন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ইমান আলী আলমকে। বৃহস্পতিবার (১ মে) জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। জহুরা শাখার পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয় মিজান চৌধুরীকে ও সাংগঠনিক সম্পাদক করা হয় মো. ইসহাক মিয়াকে। পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন। news24bd.tv/MR
যুক্তরাজ্যে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ
অনলাইন ডেস্ক

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের ব্যানারে লন্ডনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে এ মানববন্ধন করা হয়। এতে যুক্তরাজ্যে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি গণমাধ্যমকর্মী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার (৩ মে) বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা হাসানের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন সাংবাদিক জুয়েল রাজ । প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী কাউন্সিলার পুস্পিতা, আব্দুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহাদ চৌধুরী বাবু, শাহ বেলাল, জামাল খান, এ রহমান ওলী, জুবায়ের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর