মাওলানা ভাসানী, এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান এই চার নেতার সাংবিধানিক স্বীকৃতি চেয়েছে ভাসানী জনশক্তি পার্টি। একইসাথে তারা মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদেরও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবির কথা তুলে ধরে। প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর, রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস করার সুপারিশ করেছে দলটি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হোন বা অন্য যেকোনো পদে থাকুন, কেউই যেন আইনের ঊর্ধ্বে না যেতে পারেন সেই বিষয়কে সামনে রেখেই কাজ করছে ঐকমত্য কমিশন। আলোচনায় ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ...
শেখ মুজিবসহ চার নেতা ও গণঅভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক

এম-ট্যাব এর ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্বে দবির উদ্দীন খান তুষার
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যখাতের জনপ্রিয় পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) এর কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দবির উদ্দীন খান তুষার। তিনি এর আগে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব বাংলাদেশ সরকারের হজ্ব মেডিকেল টিমে অংশগ্রহণের জন্য ২৬ এপ্রিল ২০২৫ তারিখে সৌদি আরবে গমন করায় দায়িত্ব দেয়া হয়েছে তুষারকে। গত ২৬ এপ্রিল সংগঠনের সভাপতি এ কে এম মুসা লিটনের পরামর্শক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব লিখিতভাবে দবির উদ্দীন খান তুষারকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেন। চিঠিতে বলা হয়, এম-ট্যাবের প্রয়োজনীয় ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এই দায়িত্ব প্রদান করা হলো। দবির উদ্দীন খান তুষার একজন প্রথিতযশা সাবেক ছাত্রনেতা এবং...
বাংলাদেশ-মিয়ানমার করিডর ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী করিডরে চীনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এটি মূলত জাতিসংঘের একটি উদ্যোগ বলে জানান তিনি। বৃহস্পতিবার (৮ মে)বাংলাদেশ-চীন পাঁচ দশক সম্পর্ক পূর্তিতে এক সভায় যোগ দিয়ে তিনি বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রস্তুত তবে এই প্রকল্পের সিদ্ধান্ত বাংলাদেশের। প্রকল্পটি দ্রুতই শুরু হবে বলে আশা করছে চীন। তিনি বলেন, ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনের সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। উত্তেজনা আরও বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে দুই দেশকে আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই। বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করে চীন। স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে...
সাবেক সচিবদের নামে অনিয়ম করে ফ্ল্যাট বরাদ্দ, চলছে অভিযান
অনলাইন ডেস্ক

আওয়ামী আমলের সাবেক ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নীতিমালা ভঙ্গ করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মো আক্তারুল ইসলাম। অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে ধানমন্ডির ৬/১ এ ১২ কাঠার ৬৩ নং প্লটের ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ভবনগুলোতে ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতনদের পুরস্কার হিসাবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সেখানে অভিযানের সিদ্ধান্ত নেয় দুদক।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর