শামীমাকেও বাঁচানো গেল না

শামীমা

কেরোসিনের চুলা বিস্ফোরণ

শামীমাকেও বাঁচানো গেল না

নাটোর প্রতিনিধি

নাটোরের একটি ছাত্রী নিবাসে কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ কলেজ ছাত্রী শামীমাও মারা গেলেন। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

শামিমার ভাই আকরাম জানান, রাতেই তার বোনের লাশ গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় দগ্ধ তিন ছাত্রীর মধ্যে গতকাল সকালে মারা যায় সানজিদা।

এরা দুজনই ঢামেক হাসপাতালে চিকিৎসাধিন ছিল। অপর ছাত্রী ফাতেমা চিকিৎসাধিন রয়েছে নাটোর সদর হাসপাতালে।

উল্লেখ্য, নাটোর শহরের বড়গাছা এলাকার জ্যোতী ছাত্রী নিবাসে থেকে স্থানীয় নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো ওই তিন ছাত্রী। ২৭ জুন সকালে কেরোসিনের চুলায় রান্না করার সময় বিস্ফোরণে তিনজনই দগ্ধ হয়।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর