গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগী বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী। নিহতরা হলো- ঢাকার দোহানরর তানভির, বরিশালের উজিরপুরের নাজমুল ইসলাম এবং চালক লাভলু। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এ সময় আহত হয় আরও দুই জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত...
গোপালগঞ্জে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি:

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০: বিজিবি
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল মোবাইল ফোনে জানায়, আজ সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। তবে তারা সকলেই বাংলাদেশী নাগরিক। তাঁরা নিতান্তই গরীব মানুষ, কাজের জন্যেই ভারত গিয়েছিল। সম্ভবত বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করবে। আটককৃতরা হলেন- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল...
মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন
মুন্সিগঞ্জ প্রতিনিধি:

চার বছর আগে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলোচিত ট্রিপল মার্ডার হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন ও ১০ জনকে খালাসের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। ২০২১ সালের ২৪ মার্চ ইভটিজিংকে কেন্দ্র করে সালিশ বৈঠকে ধারালো ছুরি নিয়ে হামলা করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আপন ৩ ভাই- রনি প্রধান (৩৫), সৌরভ প্রধান (২৩) ও শিহাব প্রধান (২৫)। সেদিন রাতেই নিহত হন উত্তর ইসলামপুর এলাকার কাসেম পাঠানের পুত্র ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)। পরদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন সালিশের নেতৃত্বে থাকা আওলাদ হোসেন মিন্টু (৪০)। এ ঘটনায় ২৬ মার্চ মুন্সিগঞ্জ সদর থানায় বাদী হয়ে ১২ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার। পরে...
চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার বিরামহীন এ তাপপ্রবাহে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা ৩টায় জেলার বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। এতে গরমের অনুভূতি তীব্র হয়েছে। আগামী কয়েকদিন এ অবস্থা বিরাজ করতে পারে বলে তিনি জানান। News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর