টাঙ্গাইলের মির্জাপুরে সোহাগপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় জানা যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, গোড়াই এলাকায় মহাসড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছেন। News24d.tv/কেআই
টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি

গোপালগঞ্জে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগী বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী। নিহতরা হলো- ঢাকার দোহানরর তানভির, বরিশালের উজিরপুরের নাজমুল ইসলাম এবং চালক লাভলু। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এ সময় আহত হয় আরও দুই জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত...
সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক ১০: বিজিবি
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল মোবাইল ফোনে জানায়, আজ সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। তবে তারা সকলেই বাংলাদেশী নাগরিক। তাঁরা নিতান্তই গরীব মানুষ, কাজের জন্যেই ভারত গিয়েছিল। সম্ভবত বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করবে। আটককৃতরা হলেন- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল...
মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন
মুন্সিগঞ্জ প্রতিনিধি:

চার বছর আগে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলোচিত ট্রিপল মার্ডার হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন ও ১০ জনকে খালাসের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। ২০২১ সালের ২৪ মার্চ ইভটিজিংকে কেন্দ্র করে সালিশ বৈঠকে ধারালো ছুরি নিয়ে হামলা করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আপন ৩ ভাই- রনি প্রধান (৩৫), সৌরভ প্রধান (২৩) ও শিহাব প্রধান (২৫)। সেদিন রাতেই নিহত হন উত্তর ইসলামপুর এলাকার কাসেম পাঠানের পুত্র ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)। পরদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন সালিশের নেতৃত্বে থাকা আওলাদ হোসেন মিন্টু (৪০)। এ ঘটনায় ২৬ মার্চ মুন্সিগঞ্জ সদর থানায় বাদী হয়ে ১২ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার। পরে...