জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এখন থেকে তিনি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। রাতে এক বিবৃতিতে ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করে। ২০২৩ সালের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এই ফাউন্ডেশনটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমুখী বেসরকারি সংস্থা হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সভাতেই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে সাধারণ সম্পাদক এবং শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে...
জুলাই ফাউন্ডেশনের পদ ছাড়লেন স্নিগ্ধ
অনলাইন ডেস্ক

আসাদুজ্জামান কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
অনলাইন ডেস্ক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের রাজধানীর তেজগাঁওয়ের চারতলা বাড়ি, পুরাতন ভবনসহ ১৬ শতক জমির চারটি প্লট, পল্লবীর একটি ফ্ল্যাট, ছয়টি ব্যাংক হিসাব এবং দুটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করেছে আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- রাজধানীর তেজগাঁও জেলায় মনিপুরি পাড়ায় ৫ দশমিক ৫৭ কাঠা প্লটের উপর ৩ হাজার ৪০০ বর্গফুটের চারতলা ভবন, একই এলাকায় ৫ দশমিক ৭৬ শতক জায়গার আলাদা দলিলের দুইটি প্লট ও দুই ইউনিট বিশিষ্ট পুরাতন ভবন, একই এলাকায় ১ দশমিক ৩৪ শতক জমি, পল্লবী এলাকায় ১ হাজার ৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট। এছাড়া অবরুদ্ধের আদেশ দেওয়া ছয়টি ব্যাংক একাউন্টে আছে ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকা। আবেদনে বলা হয়েছে- লুৎফুল...
আবদুল হামিদের দেশত্যাগ: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
অনলাইন ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত কর্মকর্তা ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে বরখাস্তকৃত তিন পুলিশ কর্মকর্তার নামপরিচয় প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর। সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর তদন্তের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য,...
বেসরকারি অফিসে ঈদুল আজহার ছুটি যতদিন
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি আরও দুই দিন বাড়িয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে ১১ ও ১২ জুনকে অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে ঈদের ছুটি শুরু হবে ৫ জুন থেকে, চলবে টানা ১৪ জুন পর্যন্তমোট ১০ দিন। নতুন এই ছুটির আওতায় শুধু সরকারি অফিস নয়, বেসরকারি প্রতিষ্ঠানও ছুটির অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে, ছুটির বাইরে রাখা হয়েছে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা কার্যক্রম। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন। একইভাবে হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারীদের ওপরও ছুটি প্রযোজ্য হবে না। এছাড়া, বাংলাদেশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর