শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটক নিয়ে থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় আটক করে নিয়ে আসে পুলিশ সদস্যরা। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে বৃহস্পতিবার রাতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ বেশ কয়েকজন। এ সময় তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলগুলো ছাড়তে অপারগতা প্রকাশ করে পুলিশ। এতেই ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিয়ে থানা চত্ত্বরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এসময় বাঁধা দিতে এলে তাদের হামলায় বিল্লাল হোসেন নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর...
মোটরসাইকেল জব্দ, থানায় ছাত্রদল নেতাকর্মীদের হামলা
শরীয়তপুর প্রতিনিধি

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পানিতে ডুবে মো.ইয়াছিন (৪) ও ইয়াছিন আলিফ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুরের দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানাউল্ল্যা ও পশ্চিম চর জুবলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানাউল্ল্যা গ্রামের মো.আব্দুল মান্নানের ছেলে এবং আলিফ চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের মো.ইউসুফের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইয়াছিন বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে সন্দেহ হলে পুকুর পাড়ে যান। আত্মীয়স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুকুরের পানি থেকে ওই...
শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। স্থানীয়রা জানায়, মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০-৪০ জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙ্গে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় এনে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে জানা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগের প্রথম পাতায় স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শিরোনাম করা হয় কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী...
খালে লাশ পেয়ে দাফন, পরে জানা গেলো জীবিত, অতঃপর চাঞ্চল্যকর মোড়...
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের একটি খাল থেকে উদ্ধার হওয়া লাশ ভুল করে নিজের নিখোঁজ ছেলের বলে শনাক্ত করে দাফন করেছিলেন এক বাবা। তবে দাফনের কয়েকদিন পরই চাঞ্চল্যকর মোড় নেয় ঘটনাটিহঠাৎ সচল হয় মৃত ঘোষিত ছেলের মুঠোফোন। পরে তদন্তে জানা যায়, তিনি জীবিত এবং আত্মগোপনে ছিলেন। গত শনিবার (৩ মে) চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার রুমঘাটা এলাকার একটি খাল থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ। পরদিন রোববার ভোলা থেকে এসে উবাইদুল্লাহ নামের এক ব্যক্তি লাশটি তার ছেলে, নির্মাণশ্রমিক আবদুর রহিমের বলে শনাক্ত করেন এবং তা ভোলায় নিয়ে দাফন করা হয়। তবে কাহিনির মোড় ঘুরে যায় যখন দাফনের পর রহিমের মুঠোফোন সচল হয়ে ওঠে। বিষয়টি নজরে এলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফোনটি ট্র্যাক করে রহিমকে জীবিত অবস্থায় খুঁজে পায় এবং তাকে হেফাজতে নেয়। সঙ্গে আনা হয় তার বাবাকেও। পিবিআই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর