দেশের মানুষের সঙ্গে আলোচনা না করে, মায়ানমারে মানবিক করিডরের মতো কোনো কিছু জনগণণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সুপ্রিম কোর্টের মিলনায়তনে প্রয়াত অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর স্মরণে আয়োজিত সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এখন দেখা যাচ্ছে সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন (নিরাপত্তা উপদেষ্টা) তিনি অনেক কথা বলছেন। তিনি গতকাল একটা কথা বলেছেন, যে যেই থাক (রাখাইনে) তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, দেশের মানুষ, জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনাটা করেন। আমরা তো দেশে, দেশের স্বাধীনতা, গণতন্ত্রের স্বার্থে কখনোই তো বাধা নই। বরঞ্চ আমরাই সামনে এসে...
করিডরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

ঐকমত্য কমিশনের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ নির্দেশনা দেন। সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। দেড় ঘণ্টাব্যাপী এই সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে...
আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম তার পোস্টে বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। তিনি বলেন, জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফায়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও...
আওয়ামী লীগ নিষিদ্ধ ও মাহফুজ-আসিফকে নিয়ে হাসনাতের পোস্ট
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার প্রশ্নে যারা মাহফুজ আলমের ওপর ক্ষোভ ঝাড়ছেন, তারা হয় অন্যের খেলার ঘুঁটি হচ্ছেন, না হলে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তিনি আরও বলেন, মাহফুজ, আসিফ, নাহিদরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই লীগের বিচার ও নিষিদ্ধ ঘোষণা চান। কিন্তু সে ক্ষেত্রে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তাদের চিহ্নিত করুন। হাসনাত আব্দুল্লাহ বলেন, মূল সমস্যা চিহ্নিত না করে, সে ব্যাপারে কথা না বলে ব্যক্তিগত ক্ষোভ, ঈর্ষা বা গোষ্ঠীগত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর