‘এরশাদের অবস্থা অপরিবর্তিত’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

‘এরশাদের অবস্থা অপরিবর্তিত’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছোটভাই জিএম কাদের।

বলেছেন, ‘আমি আজ (বুধবার) সকালে এরশাদকে দেখতে গিয়েছিলাম এবং তার হাত ধরেছিলাম। তখন তিনি চোখ মেলে তাকিয়েছেন। ভাব বিনিময় করেছেন।

কিন্তু ডাক্তারের ভাষায় তার অবস্থা অপরিবর্তিত। ’

বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে এরশাদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এরশাদ আশঙ্কামুক্ত নন উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এরশাদের ফুসফুসের ইনফেকশন কমেছে। কিডনির সমস্যার কারণে প্রস্রাব বন্ধ ছিল, তা সকাল থেক ক্লিয়ার হয়েছে।

সার্বিক বিবেচনায় তার শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন। ’

উল্লেখ্য, গত ২৬ জুন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর