নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে অভিযান চালিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে চালানো এই অভিযানে উত্তপ্ত হয়ে উঠে পুরো দেওভোগ এলাকা। রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল আইভীর বাসভবন চুনকা কুটিরে অভিযান চালায়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও আইভীর সমর্থকেরা রাস্তায় নেমে আসে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এরপর আইভীর বাড়ির প্রবেশপথে বাঁশ, ঠেলাগাড়ি, ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে...
আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পানিতে ডুবে মো.ইয়াছিন (৪) ও ইয়াছিন আলিফ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুরের দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানাউল্ল্যা ও পশ্চিম চর জুবলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানাউল্ল্যা গ্রামের মো.আব্দুল মান্নানের ছেলে এবং আলিফ চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের মো.ইউসুফের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইয়াছিন বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে সন্দেহ হলে পুকুর পাড়ে যান। আত্মীয়স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুকুরের পানি থেকে ওই...
শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। স্থানীয়রা জানায়, মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০-৪০ জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙ্গে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় এনে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে জানা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগের প্রথম পাতায় স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শিরোনাম করা হয় কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী...
সিরাজগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরে স্কুলে যাবার পথে স্কুলশিক্ষার্থীকে অপহণের পর ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় শহরের সার্কিট হাউসের পিছনের এলাকা থেকে তাদের এদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো শহরের সয়াধানগড়া মধ্যপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে সোলায়মান হোসেন (৩৫) ও একই এলাকার শুকুর সেখের ছেলে লিটন সেখ (৪০)। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই সাদ্দাম হোসাইন জানান, গ্রেপ্তারকৃতরা ওই শিক্ষার্থীর বাড়ির পাশে প্রতিনিয়ত নেশা করতো। সেই সুবাদে শিক্ষার্থীর সাথে তাদের সাথে পরিচয়। বুধবার সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাবার পথে কয়েকজন মিলে তাকে অপহরণ করে। এরপর সদর উপজেলার শিয়ালকোল বাজারের পাশে এক ভাড়া বাড়িতে নিয়ে সোলায়মান তাকে ধর্ষণ করে। লিটনসহ অন্যরা তাতে সহায়তা করেন। এরপর কৌশলে ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর