জুলাই মাসের গণ-অভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ লেখেন, যমুনায় আসতেছি। দেশের মানুষের জন্য আমরা আছি, ইনশাআল্লাহ। এর আগে, একই দিন রাত সাড়ে ১২টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে লেখেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিকট জুলাইকে হেরে যেতে দেব না। আমাদের লক্ষ্য চূড়ান্ত বিপ্লব। ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচিটি শুরু হয় রাত ১০টার দিকে, এনসিপির (ন্যাশনালিস্ট স্টুডেন্ট কনসোর্টিয়াম পার্টি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে। পরে রাত সাড়ে ১২টার...
ছাত্র-জনতার কর্মসূচিতে যোগদানের ঘোষণা ছাত্রশিবিরের
অনলাইন ডেস্ক

করিডরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

দেশের মানুষের সঙ্গে আলোচনা না করে, মায়ানমারে মানবিক করিডরের মতো কোনো কিছু জনগণণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সুপ্রিম কোর্টের মিলনায়তনে প্রয়াত অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর স্মরণে আয়োজিত সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এখন দেখা যাচ্ছে সরকারের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন (নিরাপত্তা উপদেষ্টা) তিনি অনেক কথা বলছেন। তিনি গতকাল একটা কথা বলেছেন, যে যেই থাক (রাখাইনে) তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, দেশের মানুষ, জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনাটা করেন। আমরা তো দেশে, দেশের স্বাধীনতা, গণতন্ত্রের স্বার্থে কখনোই তো বাধা নই। বরঞ্চ আমরাই সামনে এসে...
জুলাই অভ্যুত্থানের নেতাদের রাস্তায় নেমে আসার আহ্বান
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০ টায় হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে অবস্থান কর্মসূচি অংশ নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব থাকা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এদিকে, এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া নেতারা। এ নিয়ে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের...
ঐকমত্য কমিশনের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ নির্দেশনা দেন। সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। দেড় ঘণ্টাব্যাপী এই সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর