চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) আটক করা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে শহরের এতিমখানা সড়কের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মিলন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার আবুল হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে লিমনের বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে লিমনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দের...
চুয়াডাঙ্গায় সেনা অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি

নদের কচুরিপানা অপসারণ করলো বিএনপি নেতাকর্মীরা
মো.হৃদয় খান, নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদের কচুরিপানা অপসারণ করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনোহরদী আসাদ নগর গ্রাম থেকে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী ও নেতাকর্মীরা পরিচ্ছন্নতায় অংশ গ্রহণ করে। পানিপ্রবাহ নির্বিঘ্ন ও নৌযান চলাচল স্বাভাবিক রাখতে এ কার্যক্রম পরিচালিত হয়। জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে পরিচালিত এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব। এ সময় স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অংশ নেন। ফেরিঘাট এলাকায় নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এই কচুরিপানা অপসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা খ.ম.কামরুল ইসলাম, মনোহরদী উপজেলা কৃষক দলের...
কারাগারে মাদক নিয়ন্ত্রণ রাতারাতি সম্ভব নয়: অতিরিক্ত কারা মহাপরিদর্শক
যশোর প্রতিনিধি

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন, কারাগার থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা রাতারাতি সম্ভব নয়। তবে কারা কর্তৃপক্ষ মাদক বিস্তার রোধে কঠোরভাবে কাজ করছে এবং এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টায় যশোর কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি জানান, মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশসহ বন্দিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন জেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদীর কারাগার থেকে পালানো আসামিদের বিষয়ে জানতে চাইলে কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, পলাতক বন্দিদের সবাইকে এখনো ধরা সম্ভব হয়নি। তাদের ধরতে বাংলাদেশ পুলিশসহ গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে এই মুহূর্তে তাদের আটক...
থানায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল এইচএসসির প্রশ্নপত্র, ২ পুলিশ প্রত্যাহার
অনলাইন ডেস্ক

নওগাঁর ধামইরহাট থানায় রাখা ট্রাংকে এইচএসসির ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকারঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় থানার এক উপ-পরিদর্শক ও এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনকে প্রধান করে গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন। জানা গেছে, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুইটি তালা উধাও। এতে রাখা রাজশাহী বোর্ডের ইতিহাস...