আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে ব্লকেড চলছে। শাহবাগ হয়ে যে বাসগুলো যাতায়াত করে, সেগুলো চলছে বিকল্প পথে। গতকাল শুক্রবার রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ব্লকেড শুরু হয়। শনিবার (১০ মে) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শাহবাগ দিয়ে নিয়মিত যাতায়াত করা বাসগুলো বিকল্প পথে চলছে। আজ ছুটির দিন। তবে শাহবাগে যান চলাচল বন্ধ থাকা ও বিকল্প পথে বাস চলার কারণে আশপাশের রাস্তাগুলোতে সকাল ১০টার পর থেকে কিছুটা যানজট দেখা গেছে। মিরপুর১২ নম্বর থেকে শাহবাগ-যাত্রাবাড়ী পর্যন্ত শিকড় পরিবহনের বাস চলে। এটি প্রেসক্লাব-মৎস্য ভবন-মগবাজার-বাংলামোটর পথে চলছে। মিরপুর১২ নম্বর থেকে শাহবাগ হয়ে সদরঘাট পর্যন্ত পথের বিহঙ্গ পরিবহন, তানজিল পরিবহনসহ...
শাহবাগ অবরুদ্ধ, বিকল্প যেসব রুটে চলছে বাস
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ৩২
অনলাইন ডেস্ক

ঢাকার মোহাম্মদপুর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাত থেকে চলা এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির পক্ষ থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং নানা অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেনকামাল (২৪), উজ্জ্বল (১৯), অপু মিয়া (২১), মিখাইল ইসলাম (২৬), শাকিল (১৮), রবিউল (১৮), শিমুল (২৫), রাজন (২৫), আমানুল্লাহ আমান (২৪), জীবন (২১), রবিন (২০), সাগর (২১), রফিকুল ইসলাম (৫০), রাব্বি (২২), নয়ন (২০), জাফর (২৯), সম্রাট (২৫), রাজু (৩১), পায়েল (২৪), জাবেদ (১৯), আবদুল্লাহ ওরফে ডলার (৩০),...
মিরপুরে একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন। রাজিব হোসেন জানান, পশ্চিম শেওড়াপাড়া শামীম স্মরনীর একটি বাসা থেকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তারা দুই বোন, তাদের বয়স হবে আনুমানিক (৫০) ও (৬০) বছর। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে। নিহতদের নাম ঠিকানা ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। আলামত সংগ্রহ করতে সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।...
পল্টন মোড়েও অবরোধ
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (৯ মে) বিকেল ৪টার দিকে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে আন্দোলনে নামে গণ অধিকার পরিষদ। দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে অংশ নেন, যেখানে শোনা যায়ব্যান ব্যান হবে, আওয়ামী লীগ ব্যান হবে, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। এদিকে একই দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ ছাত্র-জনতাও। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ফেস্টুন, যাতে লেখা ছিলআওয়ামী লীগের কবর খোঁড়, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, লীগ ধর জেলে ভর, আওয়ামী লীগ নো মোর। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাতেই এনসিপি নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর