তরুণীর হাতের কব্জি ‘বিচ্ছিন্ন’ করল প্রতিপক্ষ

গুরুতর আহত নাহিদা আকতার

তরুণীর হাতের কব্জি ‘বিচ্ছিন্ন’ করল প্রতিপক্ষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান নিয়ে দ্বন্দ্বের জের ধরে নাহিদা আকতার নামে (২৬) নামে এক তরুণীকে প্রতিপক্ষরা কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে।

আহত নাহিদা আকতার শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের রানীবাড়ি গ্রামের আজিজুর রহমানের মেয়ে। এঘটনায় ওই তরুণীর মাকেও কুপিয়ে আহত করা হয়েছে। আহত মা ও মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের রানীবাড়ি গ্রামে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের রানীবাড়ি গ্রামে একটি আমবাগান নিয়ে নাহিদার মা রশিদা বেগমের বিরোধ চলে আসছে। এনিয়ে প্রতিপক্ষ জনৈক আফজাল হোসেন নাহিদার মা রশিদা বেগমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের
করলে কয়েকবার স্থানীয়রা বিষয়টি নিয়ে সালিশ বৈঠকে বসে ব্যর্থ হয়।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে রশিদা বেগম ওই বাগানের আম পাড়লে প্রতিপক্ষ আফজাল হোসেন ও তার লোকজন আমগুলো জোরপূর্বক নিয়ে যায়।

এসময় রশিদা বেগমের মেয়ে নাহিদা আকতার বাধা দিলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে তার ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে দেয়। একপর্যায়ে নাহিদার মা রশিদা বেগম মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক
চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান জানান, এঘটনায় জড়িত একজনকে আটক করা
হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/রফিকুল/তৌহিদ)

সম্পর্কিত খবর