পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণার মাত্র তিন ঘণ্টা পরই ফের সীমান্তে উত্তেজনার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরসহ একাধিক জায়গায় গোলাগুলির শব্দ পেয়েছে সেখানকার বাসিন্দারা। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, শনিবার রাতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রাত ৮টা ৫৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওমর আবদুল্লাহ লেখেন, যুদ্ধবিরতির কী হল? শ্রীনগরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রাত ৯টা ১০ মিনিটে তিনি...
যুদ্ধবিরতির পরই কাশ্মীরে হামলা!
অনলাইন ডেস্ক

‘যেসব আলোচনা টেবিলে হওয়ার কথা ছিল, সেগুলো হবে যুদ্ধের ময়দানে’
অনলাইন ডেস্ক

সামরিক ঘাঁটি ও জলাধারে ব্যর্থ হামলার পর প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, শত্রুকে এমন ভাষায় জবাব দেবো যেন তারা ভালোভাবেই বোঝে। আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, যেসব আলোচনা টেবিলে হওয়ার কথা ছিল, সেগুলো এখন হবে যুদ্ধের ময়দানে। শেহবাজ শরিফ বলেছেন, ভারতের ব্যর্থ হামলার পর পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের সামরিক স্থাপনা ও জলাধারকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এক প্রতিবেদনে এ খবর জানেয়েছে ডন। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জাতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।তিনি বলেন, আপনারা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে পাকিস্তান একটি আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি।...
পাকিস্তানকে নিয়ে এবার মুখ খুললো চীন
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যেই শনিবার (১০ মে) যুদ্ধবিরতির ঘোষণা আসে। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রশংসা করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের লাইভ প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সংযম স্বীকার করেছেন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের দায়িত্বশীল মনোভাবের জন্য প্রশংসা করেছেন। উভয় নেতা টেলিফোনে কথোপকথনের সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী পুনরায় নিশ্চিত করেছেন, পাকিস্তানের সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার এবং আয়রন ফ্রেন্ড হিসেবে চীন পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা সমুন্নত রাখার ক্ষেত্রে দৃঢ়ভাবে...
যুদ্ধবিরতির সমঝোতা কয়েক ঘণ্টায় বারবার লঙ্ঘন হয়েছে: ভারত
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে আজ সন্ধ্যায় যে সমঝোতায় পৌঁছানো হয়েছিল, গত কয়েক ঘণ্টায় তা বারবার লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। শনিবার (১০ মে) রাত ১১টার কিছু আগে (ভারতীয় সময়) এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, এটি আজকের সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও জানান, ভারতের সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দিচ্ছে। বিবৃতির শেষেবিক্রম মিশ্রি পাকিস্তানকে আহ্বান জানান এসব লঙ্ঘনের বিষয়টি সমাধান করতে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর