দীর্ঘদিন পর ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত ৯টা ১৩ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন- দুই পুত্রবধূডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামীলা রহমান। বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা। এরপর পরিবারের সদস্যদের নয়ে তিনি একান্তে বেশকিছু সময় একসঙ্গে কাটান। ছবিতে পরিবারের সদস্যদের সঙ্গে বেগম খালেদা জিয়া ভাই-বোনের সঙ্গেবেগম খালেদা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে বেগম খালেদা জিয়া পুত্রবধূ ডা. জুবাইদা রহমানেরসঙ্গে বেগম খালেদা জিয়া...
পরিবারের সদস্যদের সঙ্গে বেগম খালেদা জিয়া (ফটোস্টোরি)
অনলাইন ডেস্ক

‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা’
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ সব মায়েদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১১ মে) বিবৃতির মাধ্যমে তিনি বলেন, আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশসহ বিশ্বের সব মাকে। আমি কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি। মা দিবস একটি সম্মান প্রদর্শনজনক আন্তর্জাতিক দিবস। এই দিবস সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের জন্য উদযাপন করা হয়। এই দিবসে বিশ্বের সর্বত্র মায়ের এবং মাতৃত্বের অনুষ্ঠান করতে দেখা যায়। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালবাসা থাকে, তবু স্বতন্ত্রভাবে ভালবাসা জানাতেই আজকের এই দিন। পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহীয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। মা দিনের সব অবসাদ, ক্লান্তি ঘুচিয়ে সব সংগ্রামের মধ্যেও সন্তানকে আগলে...
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস!
নিজস্ব প্রতিবেদক
তীব্র আন্দোলনের মুখে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা সিদ্ধান্ত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলরত ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত। আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবরটি পাওয়ার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা। এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তারা...
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় ভার্চুয়ালি শুরু হয় এ বৈঠক। প্রথমে বৈঠকটি রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে ভার্চুয়ালি আয়োজন করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। জরুরি এই বৈঠকে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর