তীব্র তাপপ্রবাহে পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত পথচারীরা বিশ্রামের জন্য মসজিদে আশ্রয় নিতে পারবেন। রোববার ( ১১ মে) ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ সংবাদ মাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান। ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চলে তীব্র তাপপ্রবাহে আশ্রয়ের জন্য সকাল থেকে মাগরিব পর্যন্ত মসজিদ ও অজুখানা খোলা থাকবে। ঢাকাসহ দেশের আট জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল শনিবার (১০ মে) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। দেশে আরও কয়েকদিন এ ধরনের উচ্চ তাপমাত্রা স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।...
তীব্র তাপপ্রবাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ঢাকা উত্তর সিটি
অনলাইন ডেস্ক

মিরপুরে ছাত্রদলের হাতে আটক যুব মহিলা লীগ সভাপতি
অনলাইন ডেস্ক

ঢাকার মিরপুরে নাশকতার পরিকল্পনার সময় যুব মহিলা লীগের সভাপতি মুন্নিকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল। শনিবার (১০ মে) রাতে মিরপুর-২ এর ৬০ ফিট রোড সংলগ্ন বারেক মোল্লা মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃত মুন্নি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯৪ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি। জানা গেছে, জুলাই আন্দোলন-এর সময় মিরপুর-১০ মোড়ে ছাত্র-জনতার বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এর পর থেকেই তিনি ছাত্রদলের নজরদারিতে ছিলেন। আটকের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা সাজ্জাদুল ইসলাম, কাফরুল থানা ছাত্রদলের শাহরাজ খান, মিরপুর থানা ছাত্রদলের জাহিদুল ইসলাম সুমন ও ইসমাঈল হোসেন সজীব। ছাত্রদল নেতারা জানান, আটক হওয়ার পর মুন্নি তাদের মোটা অঙ্কের ঘুষের প্রস্তাব দেন মুক্তির বিনিময়ে। তবে ছাত্রদল নেতৃবৃন্দ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে...
তীব্র দাবদাহ, ঢাকাবাসীকে ৬ বার্তা উত্তর সিটি করপোরেশনের
অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিন দিন মাঝারি থেকে তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপদাহের সময় শারীরিকভাবে সুস্থ্য থাকাটা খুব জরুরি, তাই স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব নির্দেশনা প্রদান করেছে তা মেনে চলা উচিত বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার (১০ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নগরবাসীর উদ্দেশ্য একবার্তায় এসব কথা বলেন। এছাড়ার তিনি নিম্নোক্ত নির্দেশনা মেলে চলার জন্য অনুরোধ করেন। ১. রোদ এড়িয়ে চলুন, বিশেষ করে দুপুর ১২ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। একান্ত জরুরি কাজে বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করুন। ২. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। কাজের ফাঁকে ফাঁকে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করুন। সম্ভব হলে মাঝে মাঝে চোখে মুখে পানির ঝাপটা দিন। ৩. হালকা রঙের সুতির ঢিলেঢালা...
শাহবাগ অবরুদ্ধ, বিকল্প যেসব রুটে চলছে বাস
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে ব্লকেড চলছে। শাহবাগ হয়ে যে বাসগুলো যাতায়াত করে, সেগুলো চলছে বিকল্প পথে। গতকাল শুক্রবার রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ব্লকেড শুরু হয়। শনিবার (১০ মে) দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শাহবাগ দিয়ে নিয়মিত যাতায়াত করা বাসগুলো বিকল্প পথে চলছে। আজ ছুটির দিন। তবে শাহবাগে যান চলাচল বন্ধ থাকা ও বিকল্প পথে বাস চলার কারণে আশপাশের রাস্তাগুলোতে সকাল ১০টার পর থেকে কিছুটা যানজট দেখা গেছে। মিরপুর১২ নম্বর থেকে শাহবাগ-যাত্রাবাড়ী পর্যন্ত শিকড় পরিবহনের বাস চলে। এটি প্রেসক্লাব-মৎস্য ভবন-মগবাজার-বাংলামোটর পথে চলছে। মিরপুর১২ নম্বর থেকে শাহবাগ হয়ে সদরঘাট পর্যন্ত পথের বিহঙ্গ পরিবহন, তানজিল পরিবহনসহ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর