লিবিয়ায় বিমান হামলায় মাদারীপুরের একজন নিহত

লিবিয়ায় বিমান হামলায় মাদারীপুরের একজন নিহত

মাদারীপুর প্রতিনিধি

লিবিয়ার অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় মাদারীপুর উপজেলার মস্তফাপুর ইউপির দক্ষিণ খাগছাড়া গ্রামের ফজেল কাজীর ছেলে শাহাজালাল কাজী মারা গেছেন।  

এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই শহিদুল ইসলাম নিখোঁজ আছেন। বিমান হামলায় নিহতের চাচাতো ভাই জুয়েল কাজী জীবিত আছেন। তিনি আহত হয়ে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জুয়েল কাজী বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে পরিবারের কাছে নিহতের ঘটনার কথা জানান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।  

এ ঘটনায় নিহতের পরিবার দালাল নাসির শিকদারের শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে সরকারের কাছে লাশ বাংলাদেশে এনে দাফন করার দাবি করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামের ফজেল কাজীর ছেলে শাহাজালাল কাজী, তার স্ত্রীর ভাই শহিদুল ইসলাম ও চাচাতো ভাই জুয়েল কাজী এই তিনজন রোজার সময় দালালের সঙ্গে জন প্রতি ১২ লাখ টাকা করে চুক্তির মাধ্যমে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

লিবিয়া হয়ে যাবার পথে তারা ওই দেশে পুলিশের হাতে আটক হন।

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের নাসির শিকদার নামের ওই ব্যক্তি তাদের জানান, ওরা তিনজন ইতালি পৌছে গেছে। আরও টাকা দিলে তাদের সাথে কথা বলিয়ে দেবে। এই টাকা নিয়ে ওই তিন পরিবারের সাথে নাসিরের বিরোধ চলছিল।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর