ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আস্থার সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন। ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘের মহাসচিব বলেন, এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। গুতেরেস আরও বলেন, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন। ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করা উচিত যে, এখানে আস্থার সংকট রয়েছে, বলেন গুতেরেস। তিনি আরও বলেন, আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি। সূত্র: বিবিসি বাংলা...
‘এই সংঘাত এমন আগুন জ্বালাতে পারে, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না’

ইরান-ইসরায়েল যুদ্ধে কে এগিয়ে, ট্রাম্পের ‘নিরপেক্ষ’ মতামত
অনলাইন ডেস্ক

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে কে এগিয়ে আছে, এ নিয়ে নিজের মতামত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তিনিনিরপেক্ষ অবস্থানে রয়েছেন এমন শারীরিক ভাষা প্রদর্শন করেবলেন, যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে। আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে। শুক্রবার (২০ জুন) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ট্রাম্প। খবর আল জাজিরা অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে ইউরোপ সাহায্য করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক হেইডি ঝৌ ক্যাস্ট্রো জানান, ট্রাম্প মূলত স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি ইসরায়েলকে ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা কমাতে বলার কোনো চেষ্টা করবেন না। তিনি...
এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে আগুন
নিজস্ব প্রতিবেদক

ইরান এবার মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আগুন লেগেছে।তবে পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। টাইমস অব ইসরায়েলের খবরে এ কথা জানানো হয়। হামলার সময় ইসরায়েলিদের সাময়িকভাবে বাংকারে আশ্রয় নিতে বলা হয়। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ইরানে ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর নতুন হামলার করেছে বলেও ইসরায়েলের সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ স্থাপনাগুলোর ওপর নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো এখন ইরানের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ অবকাঠামোর ওপর হামলার একটি নতুন ঢেউ শুরু...
‘বিপজ্জনক নজির’ বলে ইরানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানালো চীন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং। নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পরিস্থিতি আরো অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েলের যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি ঘোষণা করা উচিত। ফু কং বলেন, ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যার ফলাফল বিপর্যয়কর হতে পারে। তিনি আরো বলেন, পারমাণবিক ইস্যুটি অবশ্যই সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা প্রয়োজন। এদিকে বেসামরিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার সমালোচনা করেছে সৌদি আরবও। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে মধ্যপ্রাচ্যের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর