কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে অকাল মৃত্যু হয়েছে ইব্রাহিম (১২) ও ইমরান (৮) নামে আপন দুই ভাইয়ের। এক সাথে দুই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। নিহত শিশু দুটি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ কলাকাটা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। জানা গেছে, গত শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে বাড়ির পাশে চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে দুই ভাই। একসময় ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় অনেক অনুসন্ধান করেও তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়। পরে সোমবার (১২ মে) সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে একই উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে দুশিশুর ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। উলিপুর থানার ভারপ্রাপ্ত...
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল দুই ভাইয়ের মরদেহ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

অসময়ে তিস্তায় ভাঙ্গন, নদীগর্ভে বিলীন ফসলি জমি
সুজন আহম্মেদ, গঙ্গাচড়া (রংপুর)

শুকনো মৌসুমে রংপুরের গঙ্গাচড়ায় দেখা দিয়েছে তিস্তার ভাঙন। নদীতে নেই তেমন পানিপ্রবাহ। তবে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। গত দুই মাসে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৫০ একর ফসলি জমি। শনিবার সরেজমিন ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, শংকরদহ গ্রামে অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি। গত দুই মাসে উঠতি ফসল ভুট্টা, গম ও মিষ্টি কুমড়াসহ অন্তত ৫০ একর ফসলি জমি ও ১০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, হামার আর কিছু নাই বাহে, আগেরবার বাড়ি ভাঙি গেইছে। মাইনেষর জমিত বাড়ি করি আছি। এবার হামার আবাদি জমি কোনাও ভাঙি গেলো। ভুট্টা গাড়ছেনো (রোপন) সে ভুট্টাও নাই পুরাট (পরিপক্ক) হইতে নদীত ভাঙি যাওয়া শুরু হইছে। কৃষক আব্দুর রহমান বলেন, প্রায় ২ মাস থাকি ভাঙেচোল বাবা এগলা দেখার...
জয়পুরহাটে পুলিশের এসআইকে ছুরিকাঘাত
অনলাইন ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবীরের (২৯) বাম হাত ও ডান পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। রোববার (১১ মে) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এসআই জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এক তালাকপ্রাপ্ত নারী তার বাচ্চাকে নিতে চায়। তার স্বামীও বাচ্চা দিতে চায়। ওই নারী চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলে তার স্বামী আটকে দেয়। বাড়ি থেকে চলে যাওয়ার সময় টাকা-পয়সা নিয়ে গেছে বলে আটকে রাখা হয়। পরে ৯৯৯ কল করে ঘটনাটি জানানো হয়। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল। তিনি বলেন, গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আবার এসআই আলমগীর কবীর সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করেন। কিন্তু যে ছেলে আঘাত করেছে সে ওই ঘটনার কেউ না।...
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, অতঃপর...
অনলাইন ডেস্ক

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মিম আক্তার নামে এক তরুণী। রোববার (১১ মে) সকালে উপজেলার শিহুরী মধ্যপাড়ায় প্রেমিক সাগরের বাড়িতে অবস্থান নেন তিনি। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে মা-বাবাসহ বাড়ি ছেড়ে পালিয়ে যান সাগর। জানা যায়, প্রেমের সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক জড়িয়েছেন প্রেমিক সাগর। এখন সে বিয়ের কথা বললে সাগর তাকে বিয়ে করতে অস্বীকার করেন। জানান, সারাজীবন সেই তরুণীর বন্ধু হয়ে থাকতে চান তিনি। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী। ভোক্তভোগী তরুণী বলেন, আমাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে সে। আমাদের মাঝে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন বিয়ের কথা বললে সাগর আমাকে বলে, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বিয়ে করতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর