১২ ছাত্রীকে ‘ধর্ষণ’, হুজুরের বিরুদ্ধে দুই মামলা

গ্রেপ্তার প্রধান শিক্ষক মাওলানা আল আমিন

১২ ছাত্রীকে ‘ধর্ষণ’, হুজুরের বিরুদ্ধে দুই মামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুল হুদা মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক মাওলানা আল আমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়।

মো. আল আমিন মামুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, কিছুদিন আগে সিরিয়াল রেপিস্ট আশরাফুল আরিফকে গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের ভিডিও ক্লিপ তার ফেসবুক ওয়ালে আপলোড করেছিলেন।

গত দুইদিন পূর্বে বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী এবং তার মা ফেসবুকে ভিডিওটি দেখেছিল। এ সময় হঠাৎ আলেপ উদ্দিনের ওয়ালে থাকা ভিডিওটি দেখে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার মাকে বলেছিল যে, মা আমাদের হুজুরকে কেন গ্রেপ্তার করে না র‍্যাব,  আমাদের হুজুর আমাদের সঙ্গে এরকম করে। আমার ওই মাদ্রাসায় যেতে ভালো লাগে না। আমি মাদ্রাসায় আর যাব না।
পরে বিষয়টি ওই মেয়ের মা র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সঙ্গে শেয়ার করে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের জবানবন্দি নেন এবং মেয়েকে কৌশলে মাদ্রাসায় পাঠালে তারা শিক্ষককে আটক করে।

(নিউজ টোয়েন্টিফোর/দীলিপ/তৌহিদ)

সম্পর্কিত খবর