তিনদিনের ব্যবধানে আবারও পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৬। আজ সোমবার (১২ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এই তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যদিও এই ভূমিকম্পের প্রভাবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। news24bd.tv/SC
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, নামতে পারে আরও
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পারস্পরিক শুল্ক হ্রাস সংক্রান্ত চুক্তির ঘোষণার পর স্বর্ণের দাম ৩ শতাংশ কমে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের। আজ সোমবার (১২ মে) গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ৮টা ১২ মিনিটে স্পট গোল্ডের দাম ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩,২২৪.৩৪ ডলার, যা ১ মে-র পর সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ৩.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,২২৮.১০ ডলার। ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমে আসার ফলে নিরাপদ সম্পদের চাহিদা কমছে। তবে মূল্য স্বল্পমেয়াদে অস্থির থাকতে পারে। আরও পড়ুন কারা যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ১১ মে, ২০২৫ তার মতে, উচ্চ শুল্ক এখনো বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে...
‘ভারত-পাকিস্তান যুদ্ধ মানে ১৬০ কোটি মানুষের বিপর্যয়’
অনলাইন ডেস্ক

পাকিস্তানের আইএসপিআর ডিজি আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ মানে ১৬০ কোটি মানুষের বিপর্যয়। যদি কেউ যুদ্ধের জন্য স্থান তৈরির চেষ্টা করে তবে সে আসলে দুই দেশেরই ধ্বংসের পথ তৈরি করছে। ভারত-পাকিস্তান সংঘাত বিশ্বের অন্যতম জনবহুল এই অঞ্চলকে চরম বিপদের দিকে ঠেলে দিতে পারে বলেও জানান তিনি। এই দুই দেশের মধ্যে যুদ্ধের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন আহমেদ শরীফ চৌধুরী। গতকাল শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে একমত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। এর আগে ৬ মে দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। তখন থেকেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিলো ভারত ও পাকিস্তান। শনিবার সকালে ভারতে বুনইয়ান-উন-মারসুস নামে অভিযান চালায় পাকিস্তান। ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির খবর প্রথম সামনে এনেছিলেন ডোনাল্ড...
কারণ ছাড়াই পাকিস্তানের সঙ্গে আলোচনার সময় পেছাল ভারত
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানদের (ডিজিএমও) নির্ধারিত আলোচনা বিলম্বিত হয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সপ্তাহখানেক আগে দুই দেশের মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সংঘর্ষের পর এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুসরণ করে আজ (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোনও বিশেষ কারণ না জানিয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, আলোচনা এখন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর