পিলখানায় বিডিআর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহি মো. রেজাউল করিমকে (৪৯) চট্টগ্রামের লোহাগাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার (১২ মে) রাতে লোহাগাড়া থানার ফোর সিজন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি চট্টগ্রাম জেলার পটিয়া থানার পূর্ব ডেংগাপাড়া গ্রামের মো. আবুল বাসারের ছেলে। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহী বিডিআর সদস্যরা ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক ব্যক্তিদের খুন করেন। বিদ্রোহী বিডিআর সদস্যরা ওই সময় সরকারি স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন এবং পরিবারসহ অনেককে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুটে নেন। বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় ঢাকার নিউ...
পিলখানা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

জামিন মেলেনি আইভীর
নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আদালত সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন এবং ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন। দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অন্যদিকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে...
আরও ৪০ বিডিআর জওয়ানের জামিন
নিজস্ব প্রতিবেদক

পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত ৮ মে এ আদেশ দেন। সোমবার (১২ মে) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে অনেকেই সাজাপ্রাপ্ত এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন। জামিন আবেদন করা আসামিদের নথিপত্র যাচাই করে আদালত সন্তুষ্ট হয়ে ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন। বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে। জামিন পাওয়া সাবেক বিডিআর জওয়ানরা হলেন- রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল করিম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর...
শাপলা চত্বর ও উত্তরায় গণহত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক

শাপলা চত্বর গণহত্যা ও রাজধানীর উত্তরায় জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ)। সোমবার (১২ মে) ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী, শাপলা চত্বর গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন ১২ আগস্ট জমা দিতে হবে। অপর দিকে, রাজধানীর উত্তরায় সংঘঠিত জুলাই-আগস্ট গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন ২০ জুলাই জমা দিয়ে বলা হয়েছে। news24bd.tv/MR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর