ঈদের আগেই ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হবে: রেলপথমন্ত্রী

ঈদের আগেই ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হবে: রেলপথমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, আসন্ন ঈদুল আজহার আগেই সরাসরি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস চালু হবে।  

আজ শুক্রবার সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ ভারতের সাথে কথা বলে দ্রুত শুরু করা হবে।  

কারণ সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হলে এর সুফল পেতে ভারতের মালদহ থেকে মোহদীপুর পর্যন্ত রেল লাইন স্থাপন করা জরুরি।

 

তিনি আরও বলেন, দেশের যেসব এলাকায় এখনও রেল চালু হয়নি, সেসব এলাকায় রেলপথ চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

স্থলবন্দর পরিদর্শনকালে রেলমন্ত্রীর সাথে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আতিফা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক প্রমুখ।

পরে তিনি সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড প্রাঙ্গণে বন্দর সংশ্লিষ্টদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করে স্থানীয় নেতৃবৃন্দসহ সুধী মহলের সাথে মতবিনিময় করেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর