কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা এলাকায় নাফ নদ থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ সোমবার (১২ মে) দুপুরে লেদা সংলগ্ন নাফ নদ থেকে এদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তারা হলেন- সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা। হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফ নদে নেমেছেন নিশ্চিত হতে পারেননি। তবে স্থানীয়রা জানিয়েছে, নাফ নদে তিনজন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি। আরও পড়ুন বৃহত্তর...
নাফ নদ থেকে তিন বাংলাদেশিকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি
অনলাইন ডেস্ক

বিমানবন্দর থেকে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে কাচঁপুরে নিহত ছাত্র ও জনতার ঘটনায় সোনারগাঁ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। news24bd.tv/এআর
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রকাশ্য দিবালোকে রিয়াদ হাসান (১২) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ হাসান ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্বজনরা জানান, রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে প্রতিবেশী হযরত আলীর বিরোধ ছিল। এর জেরে সোমবার দুপুরে হযরত আলির সঙ্গে রিয়াদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হযরত আলি হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রিয়াদের গলায় কোপ দিয়ে পালিয়ে যান। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।...
তত্ত্বাবধায়কের অনিয়মে জর্জরিত সদর হাসপাতাল
নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারীরা এ মানববন্ধন করে। এ দিকে তত্ত্বাবধায়কের দাবি- ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের দালালদের হাসপাতালে রোগী হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তার বিরুদ্ধে খোঁড়া অভিযোগে এ মানববন্ধন। আজ সোমবার (১২ মে) সকালে সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্তত ৪০ মিনিট স্থায়ী এ মানববন্ধনে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিকদের নেতা বিদ্যুৎ সান্যাল, তরিকুল ইসলাম, কামরুল বিশ্বাস, এসএম সাজ্জাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আলট্রাসোনোগ্রাম করা, হাসপাতালের মালামাল বিক্রি, হাসপাতালে রোগীদের মানহীন খাবার পরিবেশন, কাঙ্ক্ষিত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর