অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনার পর রিয়াল মাদ্রিদের ইতালিয়ান এই কোচ চলতি মে মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বলে নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। যদিও স্প্যানিশ লা লিগার মৌসুম শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তবে ব্রিটিশ মিডিয়া বিবিসি এবং দলবদলের খবরের জন্য সুপরিচিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, আনচেলত্তি মে মাসের শেষ সপ্তাহে সম্ভবত ২৬ মে থেকেই ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন। ফলে জুন মাস থেকে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের মতো সেলেসাও তারকারা তাকে পুরোদমে নিজেদের ডাগআউটে পাবেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনও (সিবিএফ) তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে যে, কার্লো আনচেলত্তি মে মাসেই...
ইতিহাস গড়ে নতুন কোচ নিয়ে মাঠ মাতাবে ব্রাজিল
অনলাইন ডেস্ক

টাইগারদের নতুন বোলিং কোচ হলেন শন টেইট
অনলাইন ডেস্ক

অ্যাডামসের জায়গায় টাইগার বোলারদের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।শনিবার (১০ মে) মিরপুরে ক্রিকেটার ও কোচিং স্টাফরা অ্যাডামসকে ফুল দিয়ে বিদায় জানান। বিসিবির জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংস টেইটের অধীনে লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। টেইট এর আগে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।...
অবসরের সিদ্ধান্ত কোহলির
অনলাইন ডেস্ক
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এর আগে কোহলি বিসিসিআইকে জানিয়ে রাখেন যে তিনি আর লাল বলের ক্রিকেট খেলতে ইচ্ছুক না। বোর্ড তাঁকে অনুরোধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কোহলি রাজি হননি। গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলিও একই পথে হাঁটলেন। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি রাজি হননি। আরও পড়ুন বাংলাদেশে পিএসএল আয়োজন নিয়ে যা...
ক্ষমা চাইলেন রিশাদ, কী নিয়ে এতো চাঞ্চল্য?
অনলাইন ডেস্ক

প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন-অলরাউন্ডার রিশাদ হোসেন। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে তারা দেশে ফেরেন আগেভাগেই। কঠিন সেই সময়ে আতঙ্কগ্রস্ত একাধিক বিদেশি ক্রিকেটারের অভিজ্ঞতা জানিয়েছিলেন রিশাদ। যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তিনি ক্ষমা চেয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে একটি বিবৃতি দিয়েছেন রিশাদ। যেখানে তিনি কয়েকজন বিদেশি ক্রিকেটারের কাছে ক্ষমা চাওয়ার কথা জানান। একইসঙ্গে তার মন্তব্য সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করে প্রচার হয়েছে বলেও অভিযোগ তোলেন এই টাইগার লেগস্পিনার। এর আগে পিএসএল স্থগিত ঘোষণার পর পাকিস্তান থেকে আসার পথে দুবাইয়ের ট্রানজিটে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ। সেখানে তিনি বলেন, স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারানসবাই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর