বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেন এবং দেশ ও জাতির কঠিন সময়ে সংগঠনকে সুসংগঠিত করে একটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। ১/১১-পরবর্তী সময়েও আপসহীন নেতৃত্বে তিনি বিএনপিকে পরিচালিত করেছেন। শনিবার চট্টগ্রামের হালিশহর জেপি কনভেনশন হলে পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং দেশ রক্ষা তারেক মঞ্চ-এর ব্যবস্থাপনায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুরআন খতম,...
‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারেক রহমান নিজেকে মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন’
নিজস্ব প্রতিবেদক

‘চাঁদাবাজ, মাফিয়াচক্র, ফ্যাসিবাদের সহযোগীদের ভোট দেবেন না’
অনলাইন ডেস্ক

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে। ঈদুল আজহার পর শনিবার (১৪ জুন) বিকেলে ঝিনাইদহে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের আগে রাশেদ খাঁনের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ঝিনাইদহ শহরে বের করা হয়। শোভাযাত্রাটি আরাপপুর মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন মোড়ে গিয়ে শেষ হয়। এতে কয়েক শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমিদস্যু, মাফিয়াচক্র কিংবা ফ্যাসিবাদের সহযোগীদের ভোট দেবেন না। দেশ ও গণতন্ত্রের স্বার্থে জনগণকে ক্লিন ইমেজধারী প্রার্থীদের নির্বাচিত করতে হবে। তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসময়...
'দেশে কোনো নেতৃত্ব নেই, মরে গেলেও কেউ দেখবে না'

দেশে কোনো নেতৃত্ব নেই, মরে গেলেও কেউ দেখবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যদি এবং কিন্তু দিয়েও ড. ইউনূস সাহেব বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকে একটা নির্বাচন হতে পারে। এটার জন্য আমরা সবাই খুশি। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমরা খুশি কারণ আপত সময়ে যে ঝামেলাটা চলছিল, বাংলাদেশের মানুষ আর সহ্য করতে চায় না। মানুষ হতাশার মধ্যে এমনভাবে আছেডেঙ্গুতে পাঁচজন মারা গেছে, আবার নতুন করে শুরু হয়েছে কোভিড। এ রকম চলছে তো চলছে। তিনি আরও বলেন, এখানে কোনো নেতা নেই, কোনো নেতৃত্ব নেই। কোথাও বিচার দেওয়ার জায়গা নেই, কোথাও গিয়ে আপনি স্থান পাবেন না। মরে গেলেও কেউ আপনাকে দেখবে না। এমন একটা অবস্থার মধ্যে চলছে এই দেশ। আরও পড়ুন দক্ষিণখানে রাষ্ট্র মেরামতের ৩১ দফা...
দক্ষিণখানে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরা হয় এবং বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। নেতৃবৃন্দ মনে করেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা। এ সময় দক্ষিণখান থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর মধ্যে গণসংযোগ চালিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর