সাতক্ষীরায় ট্রাক চাপায় প্রাণ গেল প্রভাষিকার

প্রতীকী ছবি

সাতক্ষীরায় ট্রাক চাপায় প্রাণ গেল প্রভাষিকার

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা 

সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি তেলবাহী ট্রাক চাপায় পিষ্ট হয়ে কলেজ প্রভাষিকা জাহানারা বেগম নিহত হয়েছেন। এ সময় ট্রাক চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটি জনতা আটক করে পুলিশে দিয়েছে।

আজ শনিবার সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম পাটকেলঘাটা হারুন-অর রশিদ কলেজের জীব বিজ্ঞানের প্রভাষিকা।

তার বাড়ি তালা উপজেলার নওয়াপাড়া গ্রামে। নিহতের স্বামী শাহদাৎ হোসেন যশোর জেলার কেশবপুর
থানার বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধান এনজিওর ম্যানেজার।

প্রত্যক্ষদর্শী ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ প্রভাষিকা জাহানারা বেগম ভ্যান যোগে কলেজে যাচ্ছিল। এ সময় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস পার হতেই পিছনদিক থেকে সাতক্ষীরাগামী যশোর ট ১১-৩৬৮১ নাম্বারের একটি তেলবাহী ট্রাক রাস্তার বা সাইডে থাকা ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই কলেজ প্রভাষিকা জাহানারা বেগমের মৃত্যু হয়।

 

এ সময় উত্তেজিত জনতা ট্রাক চালক নজরুল ইসলাম ও হেলপার আহম্মেদ উদ্দিনকে আটক করে পুলিশে দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তেলবাহী ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

আটক ট্রাক চালক নজরুল ইসলাম শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের নাজের আলীর ছেলে ও হেলপার আহম্মেদ উদ্দিন একই গ্রামের মাওলানা আব্দুল বারীর ছেলে। কলেজ প্রভাষিকার নিহতের ঘটনায় পাটকেলঘাটা কলেজে শোকের ছায়া নেমে
এসেছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর