রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় পর শুক্রবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিভাগের আট জেলায় আগামী ১৯ জুলাই ইতিহাস বিষয়ের সংশ্লিষ্ট প্রশ্নপত্রের বিকল্প সেটে পরীক্ষা নেয়া হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, গত ১৭ জুন রাতে ধামইরহাট থানায় নারী হাজতে প্রশ্নপত্রের দুটি ট্রাংক তালাবদ্ধ ও সিলগালা অবস্থায় ছিল। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। সে অন্য হাতের নখ দিয়ে ট্রাংকের সিলগালা তুলে ফেলে ও কৌশলে চাবি বের করে তালা খোলে। তারপর প্রশ্নপত্রের একটি প্যাকেট কেটে প্রশ্ন বের করে দেখে এবং কিছু প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে।...
হাজতে রাখা এইচএসসি'র প্রশ্নপত্র ছিঁড়ে ফেললো নারী আসামি, অতঃপর...
নওগাঁ প্রতিনিধি

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে সংস্কার
ফেনী প্রতিনিধি

প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙ্গে যায়। এতে উত্তর বরইয়া গ্রামসহ পাঁচটি গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে পানি ঢুকে যায়। চরম দুর্ভোগে পরে বাসিন্দারা। তবে গত দুইদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙ্গে নাই। প্লাবিত হওয়া গ্রাম থেকে পানি সরে গেছে। গেল বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙ্গে যাওয়ায় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলো নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি উঠায় সেখানে দোকান পাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাধেঁর ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের...
গোপালগঞ্জে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে গ্যারেজ থেকে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুর মল্লিক (৩২) নামে এক চোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের বদর মোল্লার গ্যারেজ থেকে রিকশা চুরি করতে যায় মাহাবুর। এসময় বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় মাহাবুর। পরে সকালে গ্যারেজে গিয়ে মাহবুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্যারেজ মালিক বদর মোল্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মাহাবুর মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ আদর্শ গ্রামের মৃত ইরাত মল্লিকের ছেলে।...
চুয়াডাঙ্গায় সেনা অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) আটক করা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে শহরের এতিমখানা সড়কের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মিলন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার আবুল হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে লিমনের বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে লিমনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দের...