চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেছা নামে ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত ৩ দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ৬টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষায় ১ জন, শেভরন ল্যাবে ৩ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিভিল...
চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু
অনলাইন ডেস্ক

বৃদ্ধার গলা কেটে তিন ভরি স্বর্ণালংকার লুট
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার। শুক্রবার রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে ঘটে এ ঘটনা। আজ সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আনুমানিক তিন ভরি স্বর্ণ ছিল হনুফার গলায়। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে। এবিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর...
হাজতে রাখা এইচএসসি'র প্রশ্নপত্র ছিঁড়ে ফেললো নারী আসামি, অতঃপর...
নওগাঁ প্রতিনিধি

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় পর শুক্রবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিভাগের আট জেলায় আগামী ১৯ জুলাই ইতিহাস বিষয়ের সংশ্লিষ্ট প্রশ্নপত্রের বিকল্প সেটে পরীক্ষা নেয়া হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, গত ১৭ জুন রাতে ধামইরহাট থানায় নারী হাজতে প্রশ্নপত্রের দুটি ট্রাংক তালাবদ্ধ ও সিলগালা অবস্থায় ছিল। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। সে অন্য হাতের নখ দিয়ে ট্রাংকের সিলগালা তুলে ফেলে ও কৌশলে চাবি বের করে তালা খোলে। তারপর প্রশ্নপত্রের একটি প্যাকেট কেটে প্রশ্ন বের করে দেখে এবং কিছু প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে।...
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে সংস্কার
ফেনী প্রতিনিধি

প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙ্গে যায়। এতে উত্তর বরইয়া গ্রামসহ পাঁচটি গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে পানি ঢুকে যায়। চরম দুর্ভোগে পরে বাসিন্দারা। তবে গত দুইদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙ্গে নাই। প্লাবিত হওয়া গ্রাম থেকে পানি সরে গেছে। গেল বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙ্গে যাওয়ায় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলো নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি উঠায় সেখানে দোকান পাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী নদীর পানি এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাধেঁর ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর