রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ ময়মনসিংহ শাখার বিক্ষোভ

পেনশন পরিশোধের দাবিতে

রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্রায় ১৩শ অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীদের পেনশন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে করেছেন পেনশনভোগীরা।

শনিবার বেলা ১১ টায় স্টেশন চত্বরে রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ ময়মনসিংহ শাখার আয়োজনে এ বিক্ষোভ করেন তারা।

রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদের ময়মনসিংহ শাখার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহের থানা কমান্ডার মিজানুর রহমান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহ স্টেশনের পেনশন প্রদানে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার অজুহাতে পেনশন না দেওয়ায় চরম অব্যবস্থার মধ্যে দিন চলছে প্রায় ১৩ শ পেনশনভোগীর।

টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুরসহ প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পেনশন ও ভাতার জন্য ২-৩ দিন অপেক্ষা করেও না পেয়ে স্টেশনের প্লাটফরমে মানবেতরভাবে দিন কাটাচ্ছেন।  

এর আগে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার জহিরুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দরা।  

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)

সম্পর্কিত খবর