জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার উদ্দেশে লংমার্চ ককর্মসূচি শুরু করেছেন। আজ বুধবার (১৪ মে) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই লংমার্চ শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে একে একে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে একটি প্রতিনিধিদল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লংমার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর...
তিন দাবি আদায়ে যমুনার উদ্দেশে লংমার্চ
নিজস্ব প্রতিবেদক

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেয়ায় মানববন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) সাধারণ জনগণ। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বুধবার (১৪ মে) সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। এতে যোগ দেয় সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ। নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরেও তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। সকাল ৮টায় নগর ভবনের প্রধান সড়কে মানববন্ধন শুরু করে দক্ষিণ সিটির সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে এ মানববন্ধনে যোগ দেয় হাজার হাজার নগরবাসী। রাস্তা পেরিয়ে মানুষকে ঢল নামে নগর...
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (১৩ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
অনলাইন ডেস্ক

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া সাধারণ শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। news24bd.tv/RU
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর